দুবাইতে প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীনকে সংবর্ধনা

March 15, 2022,

সাইফুল ইসলাম সুমন, দুবাই থেকে॥ সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে এক সংক্ষিপ্ত সফরে আসেন বাংলাদেশের সামাজিক সংগঠন “আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন” এর চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীন। দুবাইতে অবস্থানকালে তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ করছেন।
এদিকে সোমবার ১৪ মার্চ দুবাই ব্রেকফাস্ট রেস্টুরেন্ট এর হলরুমে আমিরাতে অবস্থানরত গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীনকে সংবর্ধনা প্রদান করা হয়।
প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলদেশ সমিতি দুবাই এর ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব এয়াকুব সৈনিক। বিশেষ অতিথি ছিলেন টুকিও সেট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ মাহবুব আলম মানিক সিআইপি, বাংলদেশ সমিতির ফাউন্ডার মেম্বার আলহাজ্ব মাওলানা ফজলুল কবির চৌধুরী, প্রবাসী সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা মাহাবুব হাসান হৃদয়, প্রবাসী সাংবাদিক সমিতির সাবেক সভাপতি শিবলী আল সাদিক, ইউ.এ.ই প্রেসক্লাব এর সভাপতি সিরাজুল হক,সাংবাদিক শামসুর রহমান সুহেল, সাইফুল ইসলাম সুমন, সৈয়দ খোরশেদ আলম, দিলিপ তালুকদার, মামুন মাহিন, মোহাম্মদ আলমগীর, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শওকত মোল্লা, মোহাম্মদ তায়েফ, সাগর দেবনাথ সহ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধিত প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীন তার বক্তব্যে বলেন, আলহাজ শামসুল হক ফাউন্ডেশন বর্তমানে গরিব-দুঃখী মানুষের জন্য বিনামূল্যে খাবার বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষ রোপন কর্মসূচী, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, মহিলাদের জন্য শিক্ষা, রোগীর জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স, সুবিধা বঞ্চিত মানুষের জন্য পরিচ্ছন্ন পানি এবং অসহায় ব্যক্তির জন্য নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা করে আসছে।
তিনি আরো বলেন, আলহাজ শামসুল হক ফাউন্ডেশন চট্টগ্রামে অবস্থিত একটি অলাভজনক এনজিও সংস্থা। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অফিস কর্তৃক নিবন্ধিত আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের এনজিও রেজিস্ট্রেশন নাম্বার ৩২০১, সোসাইটি রেজিস্ট্রেশন নাম্বার সিএইচএস-৬২০/২০১৮। আমরা গ্রামীণ বাংলাদেশে সহযোগিতামূলক তহবিল উন্নয়ন প্রকল্পগুলির মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিবর্তন সক্ষম করার জন্য সকল সংস্কৃতি, লিঙ্গ এবং ধর্মীয় বিশ্বাসের মানুষের সাথে কাজ করছি। এই ফাউন্ডেশনটির লক্ষ্য হচ্ছে বন্যা, ভূমিধস, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের শিকারদের সাহায্য করা। আমরা অসহায় রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্যও কাজ করছি।
আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সাহায্যকারী এবং প্রদানকারীর মধ্যে একটি সেতু তৈরি করার চেষ্টা করছে। আমরা বিশ্বাস করি, প্রত্যেক সক্ষম মানুষ তার প্রয়োজনীয়তার সাথে একজন দরিদ্র ব্যক্তির সাহায্য করতে চায়। মাঠ পর্যায়ের কাজগুলির মাধ্যমে, ফাউন্ডেশন এই বিশ্বাসটি সংশ্লিষ্টদের কাছে পৌঁছানোর এবং প্রয়োজনীয় সংস্থানগুলি সরবরাহ করার চেষ্টা করছে। নিজেরা ছাড়াও ক্ষেত্রমতে আমরা স্থানীয় বাস্তবায়নকারী অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করি যারা আমাদের প্রকল্পগুলিতে সনাক্ত, পরিচালনা এবং প্রতিবেদন তৈরীতে সাহায্য করে। আমরা আমাদের নিজস্ব কর্মীদের নিবিড় তত্ত্বাবধানে সকল প্রজেক্ট সমাপন করার চেস্টা করি। তাই দানের ১০০% সরাসরি প্রকল্পে যায়!
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ইয়াকুব সৈনিক বলেন ,আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন চট্টগ্রাম সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ বিতরণ, গৃহ নির্মাণ, স্যানিটেশন, সুপেয় পানি নিশ্চিতকরণ, বিভিন্ন মেডিকেল ক্যাম্প ও মহিলাদের জন্য শিক্ষা ও আত্মকর্মসংস্থানের বিভিন্ন প্রজেক্টে লাখো মানুষের সেবা করার সুযোগ তৈরি করছে। আমাদের সমাজে প্রকৌশলী নাছির উদ্দীনের মত এমন কিছু মানুষ থাকা খুবই দরকার, তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে।
সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম তালুকদার বলেন, আলহাজ্ব শামসুল হক ছিলেন চট্টগ্রামের এক নীরব দানবীর। ইয়াতীম অসহায়দের প্রতি ভালবাসায় যার অন্তর ছিল পরিপূর্ণ। বহু স্কুল, মাদ্রাসা মসজিদের প্রাণ প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মুহাম্মদ শামসুল হক। নিরলস এই সমাজ সেবকের নামেই নামকরণ করা হয় “আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন”।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com