দুবাইয়ের ইমিগ্রেশন সেন্টারে বাংলাদেশীদের জন্য হেল্প ডেস্ক চালু

September 7, 2024,

তোফায়েল পাপ্পু (দুবাই থেকে) : সাধারণ ক্ষমার আওতায় সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে অবৈধ থেকে বৈধ হওয়া এবং জেল- জরিমানা ছাড়া দেশে ফেরা। বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের উদ্যোগে বাংলাদেশী প্রবাসী প্রার্থীদের সার্বক্ষণিক পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করার লক্ষ্যে দুবাইয়ের আবির ইমিগ্রেশন সেন্টারে ‘বাংলাদেশ হেল্প ডেস্ক’ চালু করা হয়েছে।

বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর সকালে দুবাই ইমিগ্রেশনের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ আল মারির সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সেলর (লেবার) মো: আব্দুস সালাম, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ কাজী ফয়সাল, দূতালয় প্রধান মো: আশফাক হোসাইন ও প্রথম সচিব (প্রেস) মো: আরিফুর রহমান।

কনসাল জেনারেল ও তার সহকর্মীদের নিয়ে জেনারেল মারি আবির ইমিগ্রেশন সেন্টারে সাধারণ ক্ষমা সংক্রান্ত বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করেন। বাংলাদেশের কনসাল জেনারেল দুবাই ইমিগ্রেশন কর্তৃক সুশৃঙ্খল আয়োজন, চমৎকার ব্যবস্থাপনা, সেবা-প্রার্থীদের জন্য পানযোগ্য পানি ও অন্যান্য সুবিধা প্রদানের জন্য জেনারেল মারিকে ধন্যবাদ জানান।

জেনারেল মারি প্রবাসী বাংলাদেশীদেরকে কালক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করার আহ্বান জানান এবং আমের সেন্টার/ইমিগ্রেশন অফিসে এসে সেবা গ্রহণের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনার পরামর্শ দেন।

কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কর্তৃক সেখানে স্থাপিত ‘বাংলাদেশ হেল্প ডেস্ক’ ঘুরে দেখেন এবং সেবা প্রার্থীদের সঙ্গে কথা বলেন। কনসাল জেনারেল আবির সেন্টারে উপস্থিত সরাসরি চাকরি প্রদানকারী ১৮টি প্রতিষ্ঠানের ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বাংলাদেশি চাকরি প্রার্থীরা যাতে কোম্পানিগুলোতে সহজে চাকরির সুযোগ পান সে বিষয়ে কোম্পানি প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

উল্লেখ্য, রবিবার, ১ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হয় দুই মাসের সাধারণ ক্ষমা। এই সময়টায় অবৈধ অভিবাসী বা প্রবাসীরা বৈধ হতে পারবেন। যারা দেশে ফিরে আসতে চান তারা ফিরতেও পারবেন। এজন্য গুণতে হবে না কোনো জরিমানা। ২৮ আগস্ট এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানায় আমিরাতের আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ (আইসিপি)।

সংস্থাটির কর্মকর্তারা বলেন, মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটনসহ সব ভিসা এই সাধারণ ক্ষমতার আওতায় থাকবে। অর্থাৎ সব অভিবাসী এই সুযোগ পাবেন। এর আগে ছয় বছর আগে আমিরাতে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল। যা প্রথমে ২০১৮ সালের ১ আগস্ট থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলেছিল। এরপর এটির মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com