দুর্গাপূজার আইনশৃঙ্খলা বিষয়ে রাজনগরের সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময়

September 26, 2017,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগরের প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দূর্গাপূঁজার আইনশৃঙ্খলা নিয়ে এই মতবিনিময় সভা করেন। ২৪ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা’র রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. সাইফুল্লা, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক, ওসি (তদন্ত) আবু তাহের, প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, প্রেসক্লাবের সিনিয়র সদস্য শংকর দুলাল দেব, কোষাধ্যক্ষ মো.ফরহাদ হোসেন,সদস্য আহমদউর রহমান ইমরান,সৈয়দ ফুয়াদ হোসেন।
সভায় জানাযায়, দূর্গা পূজাকে সামনে রেখে রাজনগরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। উপজেলার এবছর ৭৫ টি সার্বজনীন ও ৪০ টি ব্যক্তিগত মিলিয়ে মোট ১১৫টি ম-পে দূর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষার জন্য সর্বত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। র‌্যাবের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে নিরাপত্তা টিম গঠন করা হয়েছে। পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষনিক পূজা মন্ডপগুলোতে দায়িত্ব পালন করবে। পুলিশের টহল টিমও মাঠে থাকবে।
এর মধ্যে তিন’শ বছরের ঐতিহ্যবাহী পাঁচগাঁও মন্ডপে লাল দেবীর পূজায় নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ।যেকোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে এবং তাৎক্ষনিক ব্যবস্থা নিতে উপজেলার সকল ইউপি চেয়ারম্যানগণকে সংশ্লিষ্ট ইউনিয়নের মন্ডপ গুলোর সার্বক্ষনিক তদারকির দায়িত্ব দেয়া হয়েছে। তাই এ পূজাকে ঘিরে তৈরি করা হয়েছে বিশেষ নিরাপত্তা ছক। এই দূর্গাপূজার আইনশৃঙ্খলা  নিরাপত্তার জন্য র‌্যাব সদস্য নিয়োজিত করতে শ্রীমঙ্গল র‌্যাব-৯ কে অনুরোধ করা হয়েছে।এর পাশাপাশি সার্বক্ষনিক একজন পুলিশ অফিসার সহ পুলিশ ফোর্স এবং আনসার সদস্য থাকবে বলে সভায় জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com