দুর্নীতি প্রতিরোধ কমিটি শ্রীমঙ্গলের উদ্যাগে জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময়
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ‘‘দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচবো, বাঁচবে দেশ’’ এই শ্লোগান নিয়ে দুর্নীতি প্রতিরোধ সাপ্তাহ উপলক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের উদ্যাগে জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
৯ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর সভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব। সদস্য মোঃ কাওছার ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধূরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোাবশশেরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন দুপ্রক সহসভাপতি ডাঃ হরিপদ রায়। আলোচনায় অংশগ্রহন করেন উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, মীর্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান চৌধুরী ও কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা প্রমুখ। এসময় দুপ্রক সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ তালুকদার, সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম, জলি পাল, এস এ হামিদ ও সৈয়দ ছায়েদ আহমদ। মতবিনিময় সভায় জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তারা তাদের বক্তব্য দুপ্রকের বিভিন্ন কাজে সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এছাড়াও মতবিনিময় সভায় ২০১৭-২০১৯ বর্ষের পুন:গঠিত কমিটির সদস্যদেও পরিচয় করিয়ে দেওয়া হয়।
মন্তব্য করুন