দুর্যোগপূর্ণ আবহাওয়ায়ও উৎসবমূখর বড়লেখায় ৪০ প্রতিষ্ঠানে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন

April 2, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ৩০ মার্চ বৃহস্পতিবার প্রতিকুল আবহাওয়া উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে ৪০ শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। ৮ পদে ৩২০ জন প্রতিনিধি নির্বাচিত হতে ৬৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় নামে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, বড়লেখায় ৩২ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও ৮টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ষষ্ঠ শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন পদে সর্বমোট ৩২০ পদে ৬৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে। নির্বাচন কমিশনার, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, এজেন্ট, ভোট গণনাসহ নির্বাচনের সকল কার্যক্রম ছাত্ররাই সম্পন্ন করেছে। সকাল ন’টা থেকে বেলা দু’টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় ও ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় ঘুরে দুর্যোগপুর্ণ আবহাওয়ায়ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উৎসবমূখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন চলতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com