(ভিডিওসহ) দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ও বৃত্তি প্রদান

February 4, 2019,

আশরাফ আলী॥ সমাজ সেবা ও শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান এবং দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়ায় উৎসাহ বাড়াতে বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে দুর্লভপুরের লন্ডন প্রবাসী ড. মোহাম্মদ আবুল লেইছ ও ছোট ভাই লন্ডন প্রবাসী জগলুর রহমানের আয়োজনে মৌলভীবাজার সদর উপজেলার দুর্লভপুর গ্রামে ড. মোহাম্মদ আবুল লেইছ এর সভাপতিত্বে ও রুমেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বায়েজীদ খান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার বেগম হুসনে খানম, কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী,ড. মোহাম্মদ আবুল লেইছের ছোট ভাই লন্ডন প্রবাসী সমাজসেবক শিক্ষানুরাগী জগলুর রহমান, দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখার, জয়নাল আবেদিন মন্ডল ।
পরে দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৮ ও ২০১৯ সালের বার্ষিক পরীক্ষায় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১ম স্থান অধিকারকারী থেকে ৩য় স্থান অধিকারকারীদের মধ্যে সম্মাননা সনদ ও বৃত্তির নগদ অর্থ তুলে দেওয়া হয়।
u0qays]

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com