দুস্থ মানুষের পাশে BCF

June 4, 2017,

আবু তাহির॥ ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সাড়া সামাজিক জাগানো সংগঠন BCFএর রমজান সলিডারিটি প্রোগ্রাম এর অংশ হিসাবে  প্যারিসের পখত দো ল্যাচ্যাপেল এ দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । বৃষ্টিবিঘ্নিত আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক অভিবাসীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় । এসময় BCF এর পরিচালক মোহাম্মদ নূর ছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা টি এম রেজা, ইউরোপিয়ান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক  আবু তাহির, প্যারিস বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ,সামসুল ইসলাম,বি সি এফ গ্রূপের সদস্য এ কে এম ওয়াছিউজামান আশু,আবদুল আহাদ, শেখ মাহমুদুল হাসান,হোসাইন এম ডি জাকির, ফজলুর রহমান , মনিরুল ইসলাম ভুঁঞা, তাজ উদ্দিন, নাজমুল কবির, আউয়াল রহমান দ্বীপ সহ ফ্রান্সের বিভিন্ন সামাজিক সংগঠনের তরুণ সংগঠকগণ।
বিসিএফ এর এই কার্যক্রমে সর্বস্তরের বাংলাদেশী অনেক প্রবাসী ভাই ও বোনেরা  আর্থিক এবং খাবার প্রদান করে সহায়তা করেছেন । মূলত এই ধরণের কার্যক্রম  রমজানে সলিডারিটি প্রকাশের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং ফ্রান্সের মূল ধারার সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত হতে সাহায্য করবে । সংগঠনটি রাত দুইটা পর্যন্ত প্যারিসের বিভিন্ন রাস্তায়  হোমলেস মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ।  পবিত্র মাহে রমজানে  ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ক্ষুধার্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ কমিউনিটির সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে ।
কার্যক্রমে অংশ নেয়া স্বেচ্ছাসেবীরা বলেন, ভিনদেশি মানুষের মুখে ওয়েলকাম বাংলাদেশ এটি অত্যন্ত গর্বের। এসকল দুস্থমানুষের পাশে সবাইকে দাঁড়াতে হবে। তারা বলেন অভিবাসনের আশায় ফ্রান্সে আসা এ লোকগুলো  চরম মানবেতর জীবন যাপন করছে। সময়ের ব্যবধানে হয়তোবা তারা মাথা গুঁজার ঠাঁই পাবে কিন্তু বর্তমানে যে করুন অবস্থার সম্মুখীন হচ্ছে তা সত্যিই বেদনাদায়ক। এছাড়াও বিসিএফ এর এই কার্যক্রমে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশী দূতাবাসের মাননীয়  রাষ্ট্রদূত ভূয়সী প্রশংসা করেছেন এবং পরবর্তী খাদ্য বিতরণে  সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com