দূর্গা পূজায় ত্রিনয়নী শিববাড়ীর ব্যপক প্রস্তুতি

September 27, 2016,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দূর্গা উৎসব জাঁক-জমকপূর্ন পালনের সব ধরনের প্রস্তুতি চলছে। দ্রুত গতিতে চলছে প্রতিটি মন্ডপে প্রতিমা তৈরীর কাজ। অন্যান্য বছরের ন্যায় শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।
অধিকাংশ ম-প গুলোতে প্রতিমা তৈরীর পাশাপাশি প্রতিমাকে সাজিয়ে তোলতে প্রতিমা শিল্পীরা মনের মাধুরী মিশিয়ে দিন রাত কাজ চালিয়ে যাচ্ছেন।
শহরেরর ফরেস্ট অফিস রোডের সৈয়ারপুর এলাকায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী ত্রিনয়নী শিববাড়ী প্রতি বছরের ন্যায় এ বছরও প্রায় শতাধিক দেব-দেবীর মূতি নিয়ে আয়োজন করে আধ্যাশক্তি মহা-মায়া দূর্গা পূজার ।

dsc00905
দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে। এরই ধারাবাহিকতায় আগামী ৭ অক্টোবর ২০১৬ইং থেকে ১১ অক্টোবর ২০১৬ইং পর্যন্ত বৃহত্তর সিলেট বিভাগের মধ্যে এই প্রথম ৫০ফুট উচ্চতা বিশিষ্ট দূর্গা প্রতিমা তৈরীর মধ্যদিয়ে পূজার আয়োজন করেছে ত্রিনয়নী শিববাড়ী। এ বছরও হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে বলে আয়োজকরা মত প্রকাশ করেছেন। এই আয়োজনকে সফল করতে এবং প্রতিমাটি স্মর্পন সিমেন্ট দিয়ে তৈরী হবে বিধায় বিগত ৪-৫ মাস পূর্ব হতে ৪-৫ জন দক্ষ কারিগর অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দূর্গা প্রতিমাকে দেখার জন্য এখনও অনেক ভক্তের সমাগম ঘটে। রোববার ২৫ সেপ্টেম্বর বিকেল ত্রিনয়নী শিববাড়ী পূজা মন্ডব পরিদর্শনে গেলে সাংবাদিকদের তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন ত্রিনয়নী শিববাড়ী সংঘের সভাপ্রতি শ্রীকান্ত সূত্রধর, সাধারণ সম্পাদক সঞ্চয় পাল, যুগ্ন সম্পাদক রনি ধর সহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com