দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে মৌলভীবাজারে বিক্ষোভ-সমাবেশ

March 10, 2025,

শাহরিয়ার খান সাকিব : সারা দেশব্যাপী ধর্ষণ-খুন, নারী নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা জান মালের নিরাপত্তা দে নইলে গদি ছেড়ে দে, খুন, ধর্ষণ, নিপীড়ন রুখে দাঁড়াও জনগণ, ‘অবিলম্বে ধর্ষকদের বিচার করো করতে হবে’ ‘ধর্ষকরা ধর্ষণ করে প্রশাসন কী করে’ ‘বেগম রোকেয়া শিখিয়ে গেছে লড়াই করে বাঁচতে হবে ইত্যাদি স্লোগান দেন।

সোমবার ১০ মার্চ দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে কলেজ গেইট সম্মুখে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন-জুলাই গণঅভ্যুত্থানের অগ্রণী ভূমিকা পালন করে যে নারী সমাজ অভ্যুত্থান পরে নারীদেরকেই আগের মতোই হেনস্তা, নিপীড়ন করা হচ্ছে। আমরা মনে করি বিচারহীনতার সংস্কৃতিই নারী নিপীড়ন, ধর্ষণের মতো ঘটনার ধারাবাহিকতায় নুসরতান, তনু, বসুন্ধরা গ্রুপের এমডি আনভীর সোবান কর্তৃক মুনিয়া ধর্ষণের বিচার হয়নি। এর ফলস্বরূপ আছিয়া কিংবা বড়লেখার তিন বছর সাত মাসের মেয়ে ধর্ষণের মতো ঘটনা ঘটছেই।

বক্তারা আরও বলেন-পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে, ২০২৪ সালে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে ১৭ হাজার ৫৭১টি। এর মধ্যে ৬ হাজার ৮৬৭টি মামলা হয়েছে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত। ২০২৩ সালে মামলা হয়েছিল ১৮ হাজার ৯৪১টি। ২০২৫ সালের জানুয়ারি মাসে ১ হাজার ৪৪০টি মামলা হয়েছে। এতে স্পষ্টই বুঝা যাচ্ছে যে, স্বরাষ্ট্র উপদেষ্টা শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুরোটাই ব্যর্থ। সুতরাং অবিলম্বে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে সকল প্রকার নারী নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে শক্তভাবে বিচার কার্য পরিচালনার জোর দাবি জানান।

আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের মাস্টার্স-এর শিক্ষার্থী মাহমুদ আহমেদ, একাউন্টটিং বিভাগের ছাত্র ফারাবী আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাজিব সূত্রধর, নাজমা বেগম, শাকিলা আক্তার, জ্যোতিস মোহন্ত, শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী নাফিসাসহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com