( ভিডিও সহ) দেশের উন্নয়নের ধারা অভ্যাহত রাখতে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে.. শ্রীমঙ্গলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
বিকুল চক্রবতী॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, দেশের চলমান উন্নয়ন ধরে রাখতে হলে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০১৯ সালের নির্বাচনে বিজয়ী করতে হবে।
২৭ জানুয়ারী শুক্রবার রাত ৮টায় মন্ত্রী শ্রীমঙ্গলস্থ রামকৃষ্ণ মিশন রোডে উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির বাস ভবনে উপজেলা আওয়ামীলীগ নেতাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়ে নেতা কর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, আগামী ১৯ সালের নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। স্থানীয় পর্যায়ে দিধাদ্বন্দ থাকলে তা ভুলে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে কেউ উন্নিত করতে পারবেনা। তাই দেশের স্বার্থে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বিজয়ী করার জন্য কাজ করতে হবে। তিনি বলেন, এর জন্য দলীয় নেতাকর্মীদেরই শেখ হাসিনার উন্নয়নের সংবাদ তৃণমুলের সকল মানুষের মধ্যে পৌছে দিতে হবে।
মতবিনিময় সভায় আরো বক্তব্যদেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু দেব বেবুল। আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম এ মান্নান, সহ সভাপতি আছকির মিয়া, সহ-সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, হুমায়ুন কবির, তহিরুল ইসলাম মিলন, আবু তালেব বাদশা, আকবর হোসেন শাহীন, দেলোয়ার হোসেন রাহিদ, প্রবাসী আওয়ামীলীগনেতা আশরাফ উদ্দিন প্রমূখ। মন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার মো. শাহ জালাল, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশেরুল ইসলাম, এডিশনাল এসপি আনোয়ার হোসেন, সহকারী কমিশনার ভুমি বিশ্বজিত পাল, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম প্রমূখ।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ পুলিশের যে উন্নয়ন শেখ হাসিনা করেছেন তা ইতিহাস সৃষ্টির সামিল। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে তিনি পুলিশকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন। ইতিমধ্যে নৌ পুলিশ, ট্যুরিষ্ট পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও পিবিআই সহ বিভিন্ন ভাগে পুলিশকে ভাগ করে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা হচ্ছে। দেশী ও বিদেশী যড় যন্ত্রকারীরা নতুন কৌশলে যে ভাবে আগুন সন্ত্রাস, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলাসহ যে সকল জঙ্গী কার্যক্রম করে আসছে তা পুলিশ দৃঢ়তার সাথে মোকাবেলা করছে এবং তা নিয়ন্ত্রনে রেখেছে। এটি যাতে মাথাছাড়া দিয়ে না উঠতে পারে এ জন্য সারা দেশে কাউন্টার টেরিজম ইউনিট করার প্রক্রিয়া চলছে।
এ সময় শ্রীমঙ্গল উপজেলা আওয়ামলীগের পক্ষ থেকে পর্যটন এলাকা হিসেবে শ্রীমঙ্গলে পুলিশ প্রশাসনের জন্য ২টি গাড়ি ও জনবল বাড়ানোর জন্য দাবী করা হলে মন্ত্রী তা বাস্তবায়নের আশ্বান দেন। একই সাথে আগামী নির্বাচনে উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপিকে আবারও বিজয়ী করার জন্য সব নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান।
এ সময় উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি দেশের জঙ্গীবাদ মোকাবেলায় পুলিশ প্রশাসনের শক্ত ভূমিকার জন্য সরাষ্ট্র মন্ত্রিকে ধন্যবাদ জানান এবং তার নির্বাচনী এলাকা শ্রীমঙ্গল ও কমলগঞ্জে দৃষ্টি নন্দন এলাকা পরিদর্শনে প্রচুর পরিমানে ভিআইপি আসেন, বিষয়টি বিবেচনায় পুলিশের সাপোর্ট বাড়ানোর জন্য মন্ত্রীর দৃষ্টি আর্কশন করেন তিনি।
মন্তব্য করুন