দেশে জঙ্গী হামলা, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মৌলভীবাজারে ইমামদের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ দেশে একর পর এক জঙ্গী হামলা, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন (ইফা) মৌলভীবাজার সদর উপজেলার উদ্যোগে স্থানীয় মসজিদ ও মক্তবের ইমামদের নিয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। ১১ জুলাই সোমবার সকালে মৌলভীবাজার শহরস্থ বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন (ইফা) মৌলভীবাজার সদর উপজেলা অফিস চত্বরে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন (ইফা) মৌলভীবাজার জেলা এর উপ-পরিচালক সিরাজুল ইসলামে সভাপতিত্বে এবং সুপাভাইজার ইয়াইয়া আহমদ চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নিবাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অকিল উদ্দিন আহমদ,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারে নেতৃত্বে দেশে একর পর এক জঙ্গী হামলা, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইমামদের বিশাল র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) মৌলভীবাজার সদর উপজেলা অফিস চত্বরে এসে শেষ হয়।বক্তারা গুলশান-শোলাকিয়ায় নৃশংস জঙ্গী তৎপরতার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসলামের নামে যারা মানুষ খুন করে তারা আর যাই হোক ইসলামের প্রতিনিধিত্ব করে না, শান্তির ধর্ম ইসলামের সাথে এসব জঙ্গিদের কোন সম্পর্ক নেই। বক্তারা জঙ্গী হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা ও জঙ্গীদের হাত থেকে মানুষকে রক্ষা করা, দেশের স্থিতিশীলতা বিনষ্ট ও দেশকে আফগান-সিরিয়ার মত ব্যর্থ রাষ্ট্র বানানোর অপচেষ্টার বিরুদ্ধে মহল্লায় মহল্লায় জঙ্গিবিরোধী প্রতিরোধ গড়ে তুলতে ইমামদের প্রতি আহবান জানান।
মন্তব্য করুন