দেশ এখন সম্পুর্ণরুপে ধর্মনিরপেক্ষ -শ্রীমঙ্গলে প্রধান বিচারপতি

March 11, 2017,

বিকুল চক্রবতী॥ প্রধান বিচারপতি এস.কে সিনহা বলেছেন, বাংলাদেশ সম্পুর্ণ রুপে একটি ধর্মনিরেপেক্ষ রাষ্ট্র। স্বাধীনতার পর কিছুদিন সেটার বিচ্যুতি ঘটেছিল। কিন্তু গনতান্ত্রিক সরকার চলে আসার পরে আমাদের বিচার বিভাগ, যেসব অগনতান্ত্রিক সামরিক শাসনের বিধান রেখেছিল এগুলোকে আমরা বাতিল করে দিয়েছি। এখন কিন্তু দেশ সম্পুর্ণভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।
১১ মার্চ শনিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গনে শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩২ তম আভির্ভাব তিথি ও শুভ দোল পূর্ণিমা উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি সকাল সাড়ে এগারোটায় আখড়া প্রাঙ্গনে পৌঁছলে তাকে স্বাগত জানান, প্রভূ প্রাণ কিশোর সেবা পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।


শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গনে তাঁর সম্মানে আয়োজিত ভক্তিমূলক সংঙ্গীতানুষ্ঠান শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারত থেকে আগত শ্রীমৎ গুরুরাজ কিশোর গোস্বামী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ শাহজালাল, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের রনধীর কুমার দেব, জেলা জজ কোর্টের পিপি আজাদুর রহমান, এডভোকেট কিশোরী পদ দেব (শ্যামল) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বেরুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল শিক্ষক সমিতির সভাপতি জহর তফদার।
এ সময় তিনি আরো বলেন, গনতন্ত্রের যে বিধান, আইনের শাসনের যে বিধান এর যদি প্রকৃত স্বাধীনতা না থাকে তা হলে ধর্ম নিরপেক্ষতার কোন মুল্যই থাকেনা। আমাদের দেশের আইনের শাসন, জনগনের স্বাধীনতা যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা বলতে পারি বাংলাদেশ সম্পুর্ণ রুপে ধর্ম নিরপেক্ষ রাষ্ট। তিনি বলেন, বাংলাদেশে বেশ কিছু মন্দিরের জমি নিয়ে জটিলতা রয়েছে। তবে জটিলতা থাকলেও বহু বছর ধরে যে মন্দিরে কার্যক্রম চলে আসছে সে মন্দির যদি সরকারের খাস খতিয়ানেও থাকে কিংবা মন্দিরের নামে কাগজ পত্র নাও থাকে তাতে পূজার্চনায় কোন সমস্যা নেই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com