(ভিডিওসহ) দেশ নিয়ে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র হচ্ছে : নেছার আহমদ এমপি
স্টাফ রিপোর্টার॥ সরকারি দপ্তর থেকে আপনার সেবা বুঝে নিন এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০১৯ পালিত হয়েছে।
মঙ্গলবার ২৩ জুলাই সকালে জেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুল আলম খান এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন মোঃ শাহাজাহান কবির চৌধুরী, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সারোয়ার আলম,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মামুনুর রশীদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নেছার আহমদ এমপি বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র হচ্ছে। প্রিয়া সাহা যে ষড়যন্ত্র করেছেন দেশের জন্য তা সঠিক নয়। ষড়যন্ত্রকে প্রতিহত করতে সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়ে তিনি আরো বলেন আমি যতদিন বেঁচে আছি ততোদিন দেশের জন্য কাজ করবো দেশের মানুষের জন্য কাজ করে যাবো। সরকারী চাকুরীজীবী কর্মচারীরা মানুষের জন্য কাজ করবেন। নিজেদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে। বঙ্গবন্ধু বলেছিলেন সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে যাচ্ছে আজ। উন্নত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার।
৬৪ টি জেলার মধ্য মৌলভীবাজার জেলাকে ১ নম্বরে দূর্নীতি মুক্ত রাখবো। কেউ আমার নাম বিক্রি করলে তাকে থানায় আটকে রেখে আমাকে খবর দিবেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে একটি দূর্নীতি মুক্ত বাংলাদেশ গঠনের লক্ষে সকলকে কাজ করার তাগিদ দেন।
মন্তব্য করুন