ধরা হচ্ছে নিষিদ্ধ পোনা মাছ নেই কোন প্রতিকার

May 3, 2016,

ইমাদ উদ দীন॥ চৈত্রের ত্রাপদাহে খাল- বিল, নদী -নালার পানি প্রথম দিকে কমে গেলেও। এখন হঠাৎ মুষল ধারার বৃষ্টিতে সর্বত্রই থৈ থৈ পানি। নানা কারনে নাব্যতা হ্রাসে ঐতিহ্য হারানো আবহমান গ্রাম বাংলার গ্রামীন জনপদের এসকল পানির উৎস গুলো এখন প্রাণ ফিরে পেলেও রক্ষা হচ্ছে না ওখানকার বাসিন্ধাদের।

12923329_1703245836624446_

নতুন পানিতে ডিম ছেড়ে ছাঁ ফোঁটানো মা মাছ গুলো এখন বড্ড অসহায়। কারণ এক শ্রেণীর দুষ্ট মৎস্যজীবী চক্র প্রতিনিয়তই এ সকল নিষিদ্ধ পোনা মাছ গুলি ধরে স্থানীয় হাট বাজারে বিক্রি করছে। হাকালুকি , হাইল হাওর, কাউয়া দিঘিসহ ৬টি হাওর ও ১৩টি নদী অধ্যুষিত এ জেলার দেশীয় প্রজাতির পোনা মাছ গুলো এখন ওদের এমন নির্মম, নির্দয়, নিধন যজ্ঞে পড়েছে মহাহুমকিতে। প্রশাসনের নাকের ডগায় এসকল নিষিদ্ধ পোনা মাছ বিক্রি হলেও তারা রয়েছেন নির্বিকার। স্থানীয় বাসিন্ধাদের দাবী ওদের কবল থেকে দেশীয় প্রজাতির ওই পোনা মাছ গুলো এখনই রক্ষা করা না গেলে অচিরেই এই প্রজাতির মাছ গুলো পৌঁছাবে ধ্বংসের দোরগোড়ায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com