ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে
স্টাফ রিপোর্টার॥ এক মাস সিয়াম সাধণার পর উদযাপিত হচ্ছে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর মৌলভীবাজারে পালিত। বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩ মে সকাল সাড়ে ৬ টায় সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে পৌরসভার তত্বাবধানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ঈদের নামাজ আদায় করেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা সহ সর্বস্থরের মুসল্লীগন নামাজ আদায় করেন।
সকাল ৬.৩০ ঘটিকায় ১ম জামাতে ইমামতি করেন শহরের চৌমুহনাস্থ দেওয়ানী মসজিদের খতিব ও ইমাম মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন, সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন হযরত সৈয়দ শাহ্্ মোস্তফা দরগা জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা হাফেজ মির্জা শামিম আহমদ বেগ।
সকাল ৭.৩০ ঘটিকায় ২য় জামাতে ইমামতি করেন পশ্চিম বাজার জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুহিবুর রহমান, সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন পূর্ব ধরকাপন জামে মসজিদের খতিব আছাদ উদ্দিন আহমদ চৌধুরী।
সকাল ৮.৩০ ঘটিকায় ৩য় জামাতে ইমামতি করেন সুলতানপুর জামে মসজিদের খতিব মুফতি শামছুজ্জোহা, সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন দারুল উলুম টাইটেল মাদ্রাসা জামে মসজিদের খতিব মুজাহিদুল ইসলাম। সকল ভেদাভেদ ভুলে সর্বস্থরের মুসল্লিরা এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
মন্তব্য করুন