ধর্মীয় ভাব গাম্বির্যের মধ্য দিয়ে মৌলভীবাজারে ঈদুল ফিতর উদযাপিত

June 27, 2017,

স্টাফ রিপোর্টার॥ বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্বির্যের মধ্য দিয়ে মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয়। ২৬ জুন সোমবার সকালে পর পর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয়।

সকাল ৬.৩০ মিনিটে অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন জেলা জামে মসজিদের প্রেস ইমাম মুফতি মোহাম্মদ শামছুল ইসলাম, সানী ইমামের দায়িত্ব পালন করেন দরগাহ জামে মসজিদের সানী ইমাম হাফিজ মাওলানা বজলুর রহমান।

সকাল ৭.৩০ মিনিটে অনুষ্ঠিত ২য় জামাতে ইমামতি করেন পশ্চিম বাজার জামে মসজিদের প্রেস ইমাম মোহাম্মদ মুহিবুর রহমান, সানী ইমামের দায়িত্ব পালন করেন সরকারি স্টাফ কোয়টার জামে মসজিদের ইমাম মাওলানা আশিকুল হক।

সকাল ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত ৩য় জামাতে ইমামতি করেন সুলতানপুর জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি শামছুজ্জোহা, সানী ইমামের দায়িত্ব পালন করেন দর্জির মহল জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল আওয়াল।

সকল ভেদাভেদ ভুলে সর্বস্তরের মুসল্লিরা এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। প্রথম জামাতের পূর্বে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান। মেয়র তার বক্তব্যের প্রথমেই নুতন করে সাড়ে ১৬ শতক ভুমি দাতা পশ্চিম ধরকাপন এলাকার মরহুম সৈয়দ তাহির আলী তোতা মিয়ার পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও ঈদগাহের উত্তর পশ্চিম কোনে অবস্থিত ভুমি ঈদগাহের নামে আনার চেষ্টা চলছে। সকল ভুমি একত্রিত করে ঈদগাহ নির্মানের কাজ শেষ হলে এ অঞ্চলের সর্ববৃহৎ ঈদগাহ হবে তিনি জানান। এ লক্ষে সকল ধর্মপ্রান মুসলমান ভাইদের কাছে সহযোগিতা চান।

পরপর অনুষ্ঠিত ৩টি ঈদের জামাতে, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা সহ লক্ষাধিক মানুষ নামাজ আদায় করেছেন। এছাড়াও জেলার বিভিন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লীরা।

এদিকে শান্তি শৃংখলা রক্ষায় পুলিশ ও র‌্যাবের পাশাপাশি সাদা পোষাকে শৃংখলা বাহিনী দ্বায়িত্ব পালন করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com