ধর্ম যার যার হলেও দেশটা আমাদের সবার : মহসিন মিয়া মধু
সাইফুল ইসলাম : ধর্ম যার যার হলেও দেশটা আমাদের সবার মন্তব্য করে মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটি অন্যতম সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু বলেছেন- শ্রীমঙ্গলসহ দেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস থাকলেও আমাদের পরিচয় আমরা বাংলাদেশি।
শনিবার ২৮ ডিসেম্বর বিকালে উপজেলার ভৈরবগঞ্জ বাজারস্থ কালাপুর ইউনিয়ন অফিস প্রাঙ্গণে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রায় তিন হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর আগে একই দিন দুপুরে সিন্দুরখাঁন ইউনিয়নে ২৫০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মহসিন মিয়া মধু বলেন, ‘বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে সরাতে বিগত সাড়ে ১৫ বছর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আন্দোলন করতে খুন ও গুম হয়েছেন। লক্ষ লক্ষ নেতাকর্মী হামলা-মামলার শিকার হয়েছেন। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও রেহাই পাননি মিথ্যা মামলা থেকে। অবশেষে ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের বিদায় ঘন্টা বাজে। দেশের মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়ে দেশের সম্পদ লুটপাট করে শেখ হাসিনা পালিয়ে গেছেন। ৫’ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাবার পর সারা দেশের থানাগুলো পুলিশ বিহীন হয়ে পড়ে।’
তিনি বলেন, ‘মানুষ মধ্যে তখন বিজয় উল্লাসের পাশাপাশি কিছুটা ভয় কাজ করে। মানুষের সেই ভয় দুর করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকায় মানুষের পাশে দাঁড়াই। যেহেতু আমি মানুষের পাশে থেকে সেবা করে আসছি দীর্ঘ দিন ধরে। পৌরসভার মানুষ আমাকে বারবার নির্বাচিত করেছেন। সমাজসেবা করাই হচ্ছে আমার মূল লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘একদিকে এবার শীত আগেবাগে চলে আসছে। অন্যদিকে দেশের সব টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্যসহ দলের নেতারা। তাই এসব শীতার্তদের কথা চিন্তা করে আমি আপনাদেরকে তারেক রহমানের এই ক্ষুদ্র উপহার তুলে দিচ্ছি।
মন্তব্য করুন