ধলাই নদীর পানি বেড়ে ৫ গ্রামের রাস্থাঘাট ও ফসলি জমি প্লাবিত

November 7, 2016,

স্টাফ রিপোর্টার॥ পুরাতন ভাঙা মেরামত না করায় ভারী বর্ষণ ও উজান ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর পানি বেড়ে মুন্সিবাজার ইউনিয়নে ৫টি গ্রামে পানি প্রবেশ করেছে। তলিয়ে গেছে রাস্থাঘাট ও ফসলী জমি। শতাধীক বাড়ী ঘড়ে পানি ঢুকে পড়ায় দূর্ভোগে পড়েছেন বন্যাকবলিত মানুষ।
স্থানীয়রা জানান, দুদিনের টানা বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ী ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর পানি হঠাৎ বেড়ে গেছে। ৭ নভেম্বর সোমবার দুপুর থেকে বাদে করিমপুর এলাকায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের পুরাতন ভাঙন দিয়ে পানি গ্রামে প্রবেশ করে শতাধীক বাড়িঘরে ঢুকে পড়ে বন্যার পানি। ফসলী জমি ও রাস্তাঘাট তলিয়ে য়ায় পানিতে। দূর্ভোগে পড়েছেন বন্যাকবলিত মানুষ।
তবে ক্রমাগত বাড়তে থাকা পানিপ্রবাহের কারনে ঝুঁকিতে রয়েছে আলীনগর, কমলগঞ্জ সদর, শমশেরনগর, রহিমপুর ও মুন্সীবাজার ইউনিয়নের আরো ১০টি স্থান। এসব স্থানে প্রতিদিনই নদীতে বিলীন হচ্ছে বাঁধ এবং তীরবর্তী অসংখ্য বসতভিটা। যেকোনো সময় বন্যার আশংকায় রয়েছেন এসব এলাকার মানুষ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com