ধলাই নদীর পানি বেড়ে ৫ গ্রামের রাস্থাঘাট ও ফসলি জমি প্লাবিত
স্টাফ রিপোর্টার॥ পুরাতন ভাঙা মেরামত না করায় ভারী বর্ষণ ও উজান ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর পানি বেড়ে মুন্সিবাজার ইউনিয়নে ৫টি গ্রামে পানি প্রবেশ করেছে। তলিয়ে গেছে রাস্থাঘাট ও ফসলী জমি। শতাধীক বাড়ী ঘড়ে পানি ঢুকে পড়ায় দূর্ভোগে পড়েছেন বন্যাকবলিত মানুষ।
স্থানীয়রা জানান, দুদিনের টানা বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ী ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর পানি হঠাৎ বেড়ে গেছে। ৭ নভেম্বর সোমবার দুপুর থেকে বাদে করিমপুর এলাকায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের পুরাতন ভাঙন দিয়ে পানি গ্রামে প্রবেশ করে শতাধীক বাড়িঘরে ঢুকে পড়ে বন্যার পানি। ফসলী জমি ও রাস্তাঘাট তলিয়ে য়ায় পানিতে। দূর্ভোগে পড়েছেন বন্যাকবলিত মানুষ।
তবে ক্রমাগত বাড়তে থাকা পানিপ্রবাহের কারনে ঝুঁকিতে রয়েছে আলীনগর, কমলগঞ্জ সদর, শমশেরনগর, রহিমপুর ও মুন্সীবাজার ইউনিয়নের আরো ১০টি স্থান। এসব স্থানে প্রতিদিনই নদীতে বিলীন হচ্ছে বাঁধ এবং তীরবর্তী অসংখ্য বসতভিটা। যেকোনো সময় বন্যার আশংকায় রয়েছেন এসব এলাকার মানুষ।
মন্তব্য করুন