(ভিডিওসহ) ধানের ন্যায্য মূল্যের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন

May 20, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ধানের ন্যায্য মূল্যের দাবীতে মানববন্ধন পালন করেছে করেছে হাওর বাঁচাও,কৃষি বাঁচাও ও কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ।
২০ মে সোমবার দূপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজ উদ্দিন বাদশা, মৌলভীবাজার জেলা বন্যা প্রতিরক্ষা প্রেসার গ্রুপের সভাপতি বকশী ইকবাল আহমদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মৌলভীবাজার জেলা সভাপতি ডা: ছদিক আহমদ, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, মৌলভীবাজার জেলা বন্যা প্রতিরক্ষায় প্রেসার গ্রুপের সাধারণ সম্পাদক ইমাদ উদ দীন, শিক্ষক রাশেদা খানম, মোতাহার হোসেন, সিতাব আলী, হোসাইন আহমদ, মোঃ আশরাফ আলীর প্রমুখ। ।
মানব বন্ধনে বক্তরা বলেন, চলতি বোরো মৌসুমে মৌলভীবাজার জেলায় ২ লক্ষ ৪ হাজার মেট্টিক টন চাল উৎপাদন হবে। আর সরকার এ জেলা থেকে মাত্র ১ হাজার ৪শ ৫৫ টন ধান ও ৭ হাজার ৭শ ৭ মেট্রিক টন চাল ক্রয় করবে, যা অত্যন্ত নগন্য। তারা অবিলম্বে সরকার নির্ধারিত ১০৪০ টাকা মন দরে সকল কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবী জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com