(ভিডিওসহ) নদীর বাঁধে দাঁড়িয়ে নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্থদের পূর্নবাসনের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে নদী ভাঙ্গনসহ বন্যার হাত থেকে রক্ষা, ড্রেজার দ্বারা অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা ও গৃহহীনদের পূর্নবাসনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
৩ আগষ্ট দূপুরে মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের চানপুর এলাকায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধে ক্ষতিগ্রস্থরা মানববন্ধন করে। প্রায় অর্ধ কিলোমিটার এলাকাজুড়ে ক্ষতিগ্রস্থ নারী-পুরুষ জড়ো হন মানববন্ধনে। বৃষ্টি উপেক্ষা করে ক্ষতিগ্রস্থ নদী তীরবর্তী বাসিন্দা নারী,পুরষ ও শিশুরাও নানা দাবি দাওয়া সম্বলিত প্লেকার্ড নিয়ে মানববন্ধনে অংশগ্রহন করেন।
নদী ভাঙ্গন কবলিত এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন শেষে আমীর আলীর পরিচালনায় ক্ষতিগ্রস্থ গ্রামবাসির ব্যানারে ওই মানবন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি আজাদ মিয়া। বক্তব্য রাখেন আখাইলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম আহমদ, মৌলভীবাজার জেলা বন্যা প্রতিরক্ষায় প্রেশার গ্রুপের সদস্য সচিব ইমাদ উদ দীন, ক্ষতিগ্রস্থ নদীতীরের বাসিন্দা মোঃ নরুল হক,খালেদ আহমদ, মুরাদ আহমদ, নিবারন বর্মণ, চানপুর মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস সোবহান প্রমুখ।
বক্তারা বলেন গেল প্রায় ২ মাস থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় মহাহুমকিতে পড়েছে ওই এলাকার মসজিদ, মন্দির, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ ঘরবাড়ি। একটি চক্র দাপট ও ভয় দেখিয়ে স্থানীয় লোকজনদের জিম্মি করেই বীরদর্পে চালিয়ে যাচ্ছে তাদের এই অবৈধ কার্যক্রম। তাদের এই কাজে নিষেধ করলে প্রাণ নাশের হুমকি দেয়। তাদের এমন কার্যক্রমে ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়িঘর নদী গর্ভে বিলিন হয়েছে।
আশপাশের বাড়িঘর গুলোও রয়েছে চরম ঝুঁকিতে। এখনই দ্রুত পদক্ষেপ না নিলে চরম ক্ষতিগ্রস্থ হবে এই অঞ্চলের নদী তীরবর্তী বাসিন্দারা।
মন্তব্য করুন