নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে পাউবো কর্মকর্তারা

July 10, 2023,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে নদীর বিভিন্ন এলাকায় অতি বৃষ্টির কারনে ভাঙন দেখা দিয়েছে। এতে কয়েক’শ পরিবারের রাস্তা নদী গর্ভে ভেঙ্গে বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে।

রোববার ৯ জুলাই দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইনের আহ্বানে ভেঙ্গে যাওয়া এলাকাগুলো পরিদর্শন করেন পাউবো মৌলভীবাজারের কর্মকর্তারা।

জানা যায়, উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পশ্চিম শিলুয়া গ্রামে ও সাগরনাল ইউনিয়নের বটনীঘাট ও রানীমোরা এলাকায় অতি বৃষ্টির কারনে ভাঙনের দেখা দেয়।

এসব এলাকায় প্রায় কয়েকশ বাড়ি ঘর রয়েছে। নদীর পাশে থাকা এসব বসতবাড়ী এখন রয়েছে হুমকির মুখে। এ নিয়ে এলাকাবাসী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন’কে অবগত করেন।

পরে তিনি মৌলভীবাজারের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে রোববার দুপুরে সরেজমিনে নদী ভাঙ্গন কবলিত এলাকাগুলো পরিদর্শন করেন মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন।

এসময় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন, ইউপি সদস্য জয়নাল আবেদীন, সানাউল ইসলাম চৌধুরী শাওন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ূন রশীদ রাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন বলেন, যত দ্রুত সম্ভব প্রজেক্ট তৈরী করে ভেঙ্গে যাওয়া এলাকাগুলো মেরামত করে দেওয়ার ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com