নবীগঞ্জের পল্লীতে হাত-পা বেঁধে এক প্রবাসীর কন্যাকে গলা কেটে হত্যা
শাহ সুলতান আহমেদ নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পল্লীতে এক লন্ডন প্রবাসীর কন্যাকে তার বসত ঘরে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ মহিলার হাত- পা বাধা অবস্থায় গলাকাটা লাশ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দিবাগত রাতে ঐ উপজেলার টুনাকান্দি গ্রামে। জানাযায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের টুনাকান্দি গ্রামের লন্ডন প্রবাসী হাজী জরিফ উল্লার কন্যা আমিনা বেগম(৩৫) কে শুক্রবার ১২ মে রাতে তার বসত ঘরে কে বা কারা হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে বিছানায় বালিশ চাপা দিয়ে লাশ ঢেকে রেখে যায়। গতকাল শনিবার সকালে নিহত আমিনা বেগমের পুত্র আমির আহমদ তার মাকে খাবারের জন্য ডাকতে গেলে সে দেখে মায়ের ঘরের দরজা খোলা। ঘরে প্রবেশ করে দেখে বিছানায় তার মায়ের হাত- পা বাঁধা লাশ। গলার উপর বালিশ চাপা দেয়া রয়েছে। বালিশ সরিয়ে দেখেন গলা কাটা। সে শোর চিৎকার করলে পাড়া প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে নবীগঞ্জ থানার পুলিশ কে খবর দেয়া হলে তারা এসে আমিনা বেগমের গলা কাটা লাশ উদ্ধার করে। উল্লেখ্য যে- আমিনা বেগমের স্বামী একজন মানসিক রোগি হওয়ার কারনে তিনি একা আলাদা ঘরে থাকতেন। এবং নিহত আমিনা বেগমের বাবা লন্ডন প্রবাসী মৃত জরিফ উল্লার দুটি সংসার রয়েছে। জরিফ উল্লা মারা যাবার পরে জায়গা সম্পদ নিয়ে সৎ ভাইদের সাথে বিরোধ চলে আসছে বলে একাধিক সুত্রে জানা গেছে।এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা লাশ উদ্ধার করেছি। এখনো খুনের সঠিক মোটিভ বুঝা যায়নি। তবে খুনের মুল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
মন্তব্য করুন