নবীগঞ্জে বিভিন্ন স্থানে অবৈধ গাড়ি ষ্ট্যান্ড যানজট ও ভোগান্তি
শাহ সুলতান আহমোদ নবীগঞ্জ, (হবিগঞ্জ) থেকে॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ছোট বড় সড়কে অবৈধভাবে বিভিন্ন গাড়ির ষ্ট্যৗান্ড বসানো হয়েছে । এদের মধ্যে সিএনজি, মিনিবাস, রিকশা, লাইটেস ষ্ট্যান্ড অন্যতম । দীর্ঘদিন যাবত বিভিন্ন্ গাড়ির মালিক ও চালক মিলে মনগড়া ষ্ট্যান্ড গড়ে তোলা নিয়ে সড়কে চলাচলকারি বিভিন্ন পেশার লোকজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে কোন সময় অবৈধ ষ্ট্যান্ড অপসারনের জন্য বিভিন্ন আন্টিমেটাম দিতে পারেন ভোক্তভোগী জনগন ।এক দিকে সড়কে যানবাহনে চলাচলে জনসাধারন ভোগান্তির শিকার হচ্ছেন । অপরদিকে অবৈধ ষ্ট্যান্ড স্থাপন করা নিয়ে প্রশাসনের দায়িত্বের অবহেলা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে । দেখা গেছে- হবিগঞ্জ জেলার মধ্যে সর্ব দিক দিয়ে জনবহুল উপজেলার হলো নবীগঞ্জ উপজেলা । ঐ উপজেলা প্রায় সাড়ে তিন লক্ষ লোকের বসবাস। এতে থানা, পৌরসভা, উপজেলা, গার্মেন্টস ব্যাংক বীমা. বিবিয়ানা গ্যাস ক্ষেত্র সহ আরো অনেক গুরুত্ব পুর্ণ ব্যবসা প্রতিষ্টান রয়েছে এ উপজেলায় । কিন্তু যানবাহনে চলাচল করতে জনগন ভোগান্তিু শিকার হতে হচ্ছেন প্রতিনিয়তই । লোকজন প্রতিদিন তাদের কর্মক্ষেত্রে যেতে হচ্ছে । কিন্তু কয়েক মাস যাবত অহরহ অসহনীয় যানজট নিয়ে চলাচলে যেনো অরাজকতা সৃষ্টি হয়েছে । যেখানে যেতে ২০ মিনিট সময় প্রয়োজন ছিলো ।এখন ঐ স্থানে যেতে ঘন্টা দু,ঘন্টা প্রয়োজন হচ্ছে । একটাই কারণ পথে পথে যানজট । বিশেষ করে যানজটের অবস্থা নবীগঞ্জ শহরতলীর চোখে পড়ার মতো । শহরতলীর আব্দুল মতিন স্কোয়ার বা গাজির টেক নামক স্থানে যানজটের অবস্থা বেসামাল । ইনাতগঞ্জ পুর্ব বাজার ,পানিউদা বাজার , আউশকান্দি গোল চত্বর , সৈয়দপুর- ইনাতগঞ্জ সড়কে সৈয়দপুর ষ্ট্যান্ড, গোপলার বাজার ষ্ট্যান্ড, বাংলা বাজার ষ্ট্যান্ড ও ইমামবাড়ি বাজার গাড়ি ষ্ট্যান্ডে প্রতিনিয়তই যানজট লেগেই থাকে । এসব সড়কে বিভিন্ন শ্রেনী পেশার লোকজনদের যাতায়াতে ভোগান্তির শিকার নিত্য দিনের । কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন নজর দারি না থাকায় এ শ্রেনীর শ্রমিক সংগঠনের নামধারী নেতারা গায়ের জোরে বসাচ্ছেন এসব অবৈধ গাড়ি ষ্ট্যান্ড ।
মন্তব্য করুন