নবীগঞ্জে রাস্তা সংস্কার না হওয়ায় জনদুর্ভোগে হাজারো লোক
শাহ সুলতান আহমেদ নবীগঞ্জ থেকে॥ উপজেলার একটি রাস্তা সংস্কার না করায় জনদুর্ভোগ চরমে রয়েছেন কয়েক হাজার জনগণ। এ রাস্তায় চলাচলকারী স্কুল ,কলেজ , মাদরাসা পড়–য়া, ব্যাংক বীমা এনজিও সংস্থার কর্মী, সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজদের যাতায়াতে কষ্ট ভোগ করতে হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে- নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ -আইনগাঁও সড়কের সাথে সংযুক্ত বাঁশডর- দেবপাড়া সড়ক। ওই রাস্তায় বাঁশডর, দাশের কোনা, দেবপাড়া,ভরাকোনাসহ কয়েক গ্রামের লোকজন চলাচল করেন । সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার মতো হচ্ছে এ সড়ক। সামান্য বৃষ্টি হলে কোথাও পা ভিজা পানি আবার কোথাও অর্ধহাত পানি জমে থাকে। প্রতিদিন ঐ এলাকার লোকজন দুই থেকে আড়াই মাইল রাস্তা পায়ে হেটে যেতে হয় নবীগঞ্জ সদরে বা দেশের যে কোন স্থানে। এতে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন তো রয়েছেনই, আবার অনেক অসুস্থ লোকদের কষ্ট চোখে পড়ার মতো। গর্ভবর্তী মহিলাদের কষ্ট কি তাহা একমাত্র তাহারাই জানেন । নাম প্রকাশে অনিচ্ছুক এক জনৈক লোক ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ দিন যাবত ওই রাস্থার বেহাল অবস্থা। কিন্তু বিভিন্ন সময় জনপ্রতিনিধিগন এসে রাস্তা সংস্কারের আশার বাণী শোনান । কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক জানান- রাস্থা সংস্কারে ইউনিয়ন অফিস থেকে কয়েক বার সাধ্য মতো অর্থদিয়ে মেরামত করা হয়েছে । কিন্তু রাস্তা সংস্কারে বড় অংকের টাকা প্রয়োজন , তিনি আরো জানান প্রায় ৫/৬ হাজার লোকের একমাত্র রাস্তা বাঁশডর -দেবপাড়া এবং এই রাস্তাটি দীর্ঘ দিন যাবত চলাচলে অনুপযুগী রয়েছে । সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি ।
মন্তব্য করুন