নষ্ট হচ্ছে ৩ কোটি টাকা প্রধানমন্ত্রীর উদ্বোধনের পাচঁ বছর পরও চালু হয়নি
হোসাইন আহমদ॥ প্রধানমন্ত্রীর উদ্বোধনের ৫ বছর পরও চালু হয়নি মৌলভীবাজার আবহাওয়া রাডার সিস্টেমের ৫তলা বিশিষ্ট ২টি স্টাফ কোয়ার্টার।
২০১২ সালে ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরেজমিন মৌলভীবাজার এসে ওই ২টি কোয়ার্টারের শুভ উদ্বোধন করে ছিলেন। কিন্তু তার পরেও বিল্ডিং দুটি চালু হচ্ছে না। যার ফলে বিল্ডিং ও আসবাব পত্র নষ্ট হয়ে যাচ্ছে। সরকার ওই দুইটি বিল্ডিং থেকে রেভিনিউ বাবত রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
জানাযায়, জেলা গণপূর্ত অধিদপ্তরের অধিনে ২কোটি ২১ লক্ষ ৭ হাজার ৭শত ৯৪ টাকা ব্যয়ে ১৮ হাজার বর্গফুটের ভবন দুটি নির্মাণ করা হয়।
সরেজমিন গেলে দেখা যায়, ভবনের উপর থেকে নিচ পর্যন্ত জানালার অধিকাংশ গ্লাস ইতি মধ্যে ভেঁগে পড়েছে। দেয়ালের রঙ ছুটে আস্তর বাহির হয়েছে যার ফলে বৃষ্টির পানিতে দেয়াল নষ্ট হওয়ার উপক্রম। কিছু কিছু জায়গায় ইতি মধ্যে আস্তর খসে পড়েছে। নিছের গেইট, রেলিং ও তালায় আয়রণ লেগে এমন অবস্থা হয়েছে মনে হয় এটা বিগত কয়েক বছর যাবত খোলা হয়নি। কাঠের দরজা এবং জানা গুলো ব্যান্ড হয়ে ব্যবহারের অনুউপযোগী।
শহরের মধ্য খানে সুন্দর নিরিবিলি পরিবেশ ওই আবহাওয়া টাওয়ারের পিছনে বিল্ডিং দুইটির অবস্থান। চলাফেরা ও বাচ্চাদের খেলাধুলার জন্য সামনে কিছু খালি জায়গাও রয়েছে। যে কেউ এখানে থাকার ইচ্ছা পোষণ করবে। তারপরেও নেই এখানে কোন লোক। এর পাশে একটি গেস্ট হাউস ও কর্মচারীদের একটি বিল্ডিং রয়েছে।
বর্তমানে আবহাওয়া টায়ারে ২ জন কর্মকর্তা ও ৭ জন কর্মচারী কর্মরত আছেন। কর্মকর্তারা শহরের অন্য একটি বাসায় বাড়া থাকেন বলে সূত্র জানায়।
এ বিষয়ে জানতে আবহাওয়া টাওয়ারে দায়িত্বরত মোস্তফা কামাল এর সাথে কথা হলে তিনি বলেন, ষ্টাফ সংখ্যা কম থাকার কারণে রেভিনিউয়ে যাওয়া সম্ভব হচ্ছেনা। ষ্টাফের জন্য উর্ধ্বতন মহলে আবেদন করা হয়েছে আশা করা যায় কয়েক দিনের মধ্যে নিয়োগ দেয়া হবে।
মন্তব্য করুন