নাজুক স্যানিটেশন ব্যবস্থায় শ্রীমঙ্গল শহর রেড মাকিংএ রয়েছে

September 21, 2024,

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল স্যানিটেশন ব্যবস্থায় রেড মাকিং-এ রয়েছে। এ অবস্থায় শ্রীমঙ্গল পৌরসভা ও প্রশাসনের যেমন করনীয় রয়েছে তেমনী নাগরিকদেরও সচেতন হতে হবে।

শনিবার ২১ সেপ্টেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত এস কে এস ফাউন্ডেশনএর অর্থায়নে ও ম্যাক বাংলাদেশের সহযোগীতায় জেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে সরজমিন পরিদর্শন ও এ বিষয়ে মতবিনিময় সভা শেষে বক্তারা এ তথ্য তুলেধরেন।

বক্তারা বলেন, শ্রীমঙ্গলের অধিকাংশ বাসা বাড়ি ও বিল্ডিংএর আউট লাইন ড্রেনে সংযুক্ত করা হয়েছে। যা পতিত হচ্ছে নিকটস্থ পাহাড়ী ছড়ায়। এই ছড়ার পানি আবার মানুষ ব্যবহার করছে। এতে অদূর ভবিষতে শ্রীমঙ্গলের মানুষ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফানসা বাংলাদেশ এর কনভেনার যোশেফ হালদার।

মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের আহব্বায়ক বকশী ইকবালের সভাপতিত্বে এ সময় বক্তব্যদেন ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এ হামিদ, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, ফেরদৌস আহমদ দুলাল।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আহমেদ ফারুক মিল্লাদ, ইসমাইল মাহমুদ, মু. ইমাদ উদ-দীন, মো: শাহজাহান মিয়া, মো: মাহবুবুর রহমান রাহেল, বিকুল চক্রবর্তী সহ অন্যান্যরা।

পরে সাংবাদিকরা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের বর্জ অপসারণের অবব্যস্থাপনা, কলেজ রোডস্থ জনবসতিতে ময়লার ভাগার, হরিজন পল্লীসহ বিভিন্ন স্পর্ট পরিদর্শন করেন।মুক্ত আলোচনায় শ্রীমঙ্গল ও মৌলভীবাজার জেলার ২৫ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com