নানা অনিয়মের অভিযোগে রাজনগরের মুন্সীবাজার ইউনিয়নের চেয়ারম্যান ছালেক বহিষ্কার 

July 12, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছালেক মিয়াকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মৌলভীবাজার জেলা প্রশাসের সুপারিশে থাকে বহিষ্কার করা হয়। কেন চুড়ান্তভাবে বহিষ্কার করা হবে না তা জানতে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোর্টিশ দিয়েছে মন্ত্রণালয়।

১১ জুলাই স্থানীয় সরকার পলীø উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আবু জাফর স্বাক্ষরিত নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রাজনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। সেখানে বলা হয় ৫২৯ নং স্মারকের প্রজ্ঞাপনে জনস্বার্থে চেয়াম্যান ছাালেককে সাময়িক বরখাস্ত করা হয়।

স্থানীয় সরকার  ইউনিয়ন পরিষদ আইন,২০০৯ এর ৩৪ (৪) (খ) ও (ঘ) এর অপরাধ সংঘটিত করার অপরাধে কেন চেয়াম্যান ছালেক কে তার  পদ হতে চুড়ান্তভাবে অপসারণ করা হবেনা তার জবাব পত্র প্রাপ্তির ১০কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক  মৌলভীবাজার এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের জন্য  নির্দেশ দেয়া হয়।

নোটিশ সূত্রে জানা যায়, মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের অধিগ্রহণকৃত ভূমিতে কামারপট্টি টিনশেড প্রকল্পের মাধমে সরকারি টাকা ব্যয়ে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় মৌলভীবাজারের জেলা প্রশাসকের সুপারিশে জনস্বার্থে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

রাজনগর  উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল জানান, ঘটনাটি শুনেছি কিন্তু এখনো অফিসিয়ালি কোন কাগজপত্র আমার কাছে  এসে পৌঁছায়নি। কাগজপত্র আসলে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com