(ভিডিও সহ) নানা আয়োজনে মৌলভীবাজারে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে মৌলভীবাজারে নানা আয়োজনে পালন করেছে জেলা আওয়ামীলীগ।
বুধবার ৭ মার্চ দিবসটি পালন উপলক্ষে সকালে শহরের চৌমোহনাস্থ দলীয় কার্যালয়ে মাইক বাজিয়ে বঙ্গবন্ধুর ৭ মাচের্র ভাষন প্রচার করা হয়েছে। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জেলা আওয়ামীলীগ নেতাকর্মীরা। এরপর শহরের চৌমুহনাস্থ দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিলে আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মিরা অংশ গ্রহন করেছেন।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ কওে কুসুমবাগ এলাকায় গিয়ে সভায় মিলিত হয়। জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আজমল হোসেন, জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাধা পদ দেব সজল, সাবেক সংসদ সদস্য হুসনে আরা ওয়াহিদ, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান রণি ও সম্পাদক সাইফুর রহমান রণি প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি বলেন বঙ্গবন্ধু, ৭ মার্চের ভাষন, স্বাধীনতা সংগ্রাম, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে নৌকা মার্কার পক্ষে সবাইকে কাজ করার আহবান জানান তিনি।
মন্তব্য করুন