(ভিডিওসহ) নামদার ওয়াশিমা কল্যাণ ট্রাস্টের উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর এলাকার পশ্চিম ধরকাপনে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমাজান উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে সেহরী ও ইফতারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় ৩‘শ দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী তোলে দেয়া হয়।
সোমবার ২৬ এপ্রিল দুপুরে নামদার ওয়াশিমা কল্যাণ ট্রাস্টের উদ্যেগে পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের পশ্চিম ধরকাপন এলাকার নামদার ওয়াশিমা ভিলায় প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান এ সব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও বাসসের মৌলভীবাজার প্রতিনিধি ডাঃ ছাদিক আহমদ, জামেয়া দ্বীনিয়ার মাদ্রাসার প্রষ্ঠিাতা মাওলানা সৈয়দ মাসউদ আহমদ, মৌলভীবাজার সংবাদিক সমিতির সভাপতি ও জনকন্ঠের মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, মামুন প্রাইভেট হাসপাতালের পরিচালক সৈয়দ মোতাহের আলী, এনটিভির স্টাফ রিপোর্টার ও সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ সেলীম হক, নামদার ওয়াশিমা কল্যাণ ট্রাস্টের পরিচালক ও ইমরান এনড ব্রাদার্স এর স্বত্বাধীকারী সৈয়দ জমসেদ আলী আলাল ও মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ।
খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ৮ কেজি চাল, ৩ কেজি আলু, ৩ কেজি পেয়াজ, ২ কেজি ডাল, ১ কেজি লবন, ২ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ২ প্যাকেট সেমাই, ২০০ গ্রাম হলুদ, ২০০ গ্রাম মরিচ, ২০০ গ্রাম ধনিয়া গুড়া এবং ২ লিঃ ভোজ্য তেল।
মন্তব্য করুন