নারী নির্যাতন মামলায় পুলিশের এএসআই কারাগারে

June 28, 2018,

রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজারে রাজনগর থানার সহকারী উপ পরিদর্শক (এসএসআই) আবু তাহের (৩২) কে নারী নির্যাতন মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার ২৬ জুন দুপুরে মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের জামিন আবেদন করলে ট্রাইবুনালের বিচারক বেগম শামীমা আফরোজ তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আবু তাহের নরসিংদী জেলার শিবপুর থানার চাইলতাকান্দি গ্রামের সাদ্দেক ভুইয়ার ছেলে। তিনি সর্বশেষ মৌলভীবাজারের রাজনগর থানায় সহকারী উপ পরিদর্শক (এএসআই)হিসেবে কর্মরত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ভানুগাছবাজার এলাকার মৃত নুরুল ইসলামের মেয়ে নাছিমা আক্তার গেল বছরের ৩১ জানুয়ারি রাজনগর থানার এএসআই আবু তাহেরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) আইনের ৯ (১) ধারায় মামলা দায়ের করেন। এর পর ট্রাইবুনাল মামলাটি আমলে নিয়ে গত বছরের ৮ নভেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন। এর পর থেকে এএসআই আবু তাহের পলাতক ছিলেন। সর্বশেষ মঙ্গলবার ২৬ জুন দুপুরে ট্রাইবুনালে উপস্থিত হয়ে আবু তাহের জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পেরণের নির্দেশ দেয়।

বাদীপক্ষের আইনজীবী মাসুক মিয়া বলেন, এই মামলায় নারী ও শিশু দমন ট্রাইবুনাল আসামীর বিরুদ্ধে গ্রেপতারি পরোয়ানার আদেশ দেয়ার পর তিনি দির্ঘ দিন পলাতক ছিলেন। আজ আদালতে আত্মপক্ষ সমর্পন করে জামিন আবেদন করলে আমরা যুক্তিতর্ক উপস্থাপন করি। এসময় আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com