নারী শ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগে কমলগঞ্জে ধলই চা বাগানে কাজ বন্ধ রেখে শ্রমিকদের বিক্ষোভ ॥ অভিযুক্ত যুবককে থানায় সোপর্দ

July 16, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধলই চা বাগানে এক নারী শ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগে বিক্ষুদ্ধ চা শ্রমিকরা কাজ বন্ধ রেখে ধর্মঘট পালন করে। শ্রমিকদের আন্দোলনের মুখে অভিযুক্ত যুবককে আটক করে থানায় সোপর্দ করা হয়। বৃহস্পতিবার ১৪ জুলাই বিকাল সাড়ে ৪টায় এ ঘটনাটি ঘটলে শুক্রবার চা শ্রমিকরা আন্দোলন শুরু করে।
চা শ্রমিকরা জানান, বৃহস্পতিবার বিকালে ধলই চা বাগানে চা পাতা উত্তোলন শেষে জ্বালানী কাঠ নিয়ে বাড়ি ফিরছিলেন নারী চা শ্রমিক (লীলা সাওতাল) (২৫)। বিকাল সাড়ে ৪টার দিকে চা বাগানের ৯ নম্বর সেকশনের রাস্তায় পৌছামাত্রই বাগানের বখাটে যুবক অর্জুন পাশী (২৮) নারী শ্রমিককে ঝাপটে ধরে রাস্তা থেকে চা বাগানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় নারী শ্রমিক চিৎকার করলে অন্যান্য চা শ্রমিকরা এগিয়ে আসলে বখাটে যুবক পালিয়ে যায়। এ ঘটনায় বিক্ষুব্দ চা শ্রমিকরা বখাটে যুবক অর্জুনকে আটকের দাবীতে শুক্রবার সকাল ৮টায় কাজে যোগদান না করে বাগানের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ধর্মঘট শুরু করেন। এ সময় বাগানে উত্তেজনা দেখা দেয়।
ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে অভিযুক্ত বখাটে যুবককে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে চা বাগান ব্যবস্থাপক বাবুল সরকার, স্থানীয় ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, পঞ্চায়েত সভাপতি শিব নারায়নসহ শ্রমিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে অভিযুক্ত বখাটে যুবক অর্জুন পাশীকে আটক করলে ঘটনার তিন ঘন্টা পর বেলা ১১টার দিকে চা শ্রমিকরা কাজে যোগদান করেন। নারী চা শ্রমিককে ধর্ষণের ঘটনায় শুক্রবার বিকালে অর্জুন পাশীর বিরুদ্ধে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতা নারী চা শ্রমিক (লীলা সাওতাল)।
কমলগঞ্জ থানার ২য় কর্মকর্তা সিনিয়র উপ-পুলিশ পরিদর্শক জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বখাটে যুবক এখন পুলিশি হেফাজতে আছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com