নিউইয়র্ক স্টেটের ডেলিগেটদের বিভিন্ন সভায় মনজুর চৌধুরী জগলুলের যোগদান

September 1, 2024,

স্টাফ রিপোর্টার : যুক্তরাষ্ট্রের শিকাগোতে হয়ে গেল ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির কনভেনশন। এটি অনুষ্ঠিত হয় ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত। এই কনভেশন আনুষ্ঠানিকভাবে আগামী ৫ নভেম্বরের নির্বাচনের জন্য কমালা হ্যারিসকে প্রেসিডেন্ট এবং টিম ওয়াল্টজকে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী ঘোষণা করা হয়।
এই কনভেনশনে বাংলাদেশীদের মধ্যে নিউইয়র্ক থেকে ব্রংক্সের ডিস্ট্রিক্ট ১৩ এর নির্বাচিত ডেলিগেট, ব্রংক্স কম্যুনিটি বোর্ড ৭ এর সদস্য, মনজুর চৌধুরী জগলুল যোগ দেন। এই ডেমোক্রেটিক কনভেনশনে নিউইয়র্ক থেকে নির্বাচিত একমাত্র বাংলাদেশী ডেলিগেট হিসেবে যোগদান করেছিলেন মনজুর চৌধুরী জগলুল।
এছাড়াও জর্জিয়া থেকে বাংলাদেশী বংশোদ্ভূত স্টেট সিনেটর শেখ রহমানও যোগ দেন বলে জানা গেছে। এই কনভেনশনে নিউইয়র্ক স্টেটের ডেলিগেটদের বিভিন্ন সভায় মনজুর চৌধুরী জগলুল যোগ দেন। এইসব সভায় সিনেট মেজোরিটি লিডার চাক শুমার, সিনেটর কার্সেন জিলিব্রান্ট, হাউজ মাইনোরিটি লিডার হাকিম জেফরি, কংগ্রেস সদস্য টম সোজি, নিউইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি হুকু, বাফেলো সিটি মেয়র, মেয়র এরিক এডাম, শিকাগো সিটি মেয়র, ফিলাডেলফিয়া সিটি মেয়রসহ বিভিন্ন জনের সাথে দেখা হয়।
উল্লেখ্য এই কনভেনশনে মোট ৪,৬৯৫ ডেলিগেট যোগ দেন। প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন পাওয়ার

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com