নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে মৌলভীবাজারে কৃষক দলের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার॥ সকল নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের লাগামহীন মূল্যবৃদ্ধিসহ সরকারের অত্যাচার-নির্যাতন ও দুর্নীতির প্রতিবাদে মৌলভীবাজারে জাতীয়তাবাদী কৃষক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশে পালন করেছে।
১০ মার্চ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার শহরের চৌমমুহনা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। পরে তারা প্রেসক্লাব প্রাঙ্গনে সমাবেশ করে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাঁধা দেয়।
সভাপতিত্ব করেন কৃষক দলের যুগ্ন আহ্বায়ক এবং সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শামীম আহমদ। সমাবেশের কার্যক্রম পরিচালনা করেন যুগ্ন আহবায়ক আব্দুল করিম ইমানী।
বক্তব্য রাখেন জেলা বি.এন. পি- এর সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাউর রহমান, সদর উপজেলা কৃষক দলের সহ-সভাপতি কাবুল আহমেদ, সাধারণ সম্পাদক কয়েস আহমদ, রাজনগর উপজেলা শাখার সভাপতি মনির হোসেন খালেদ, সাধারণ সম্পাদক আতিক আহমদ, কৃষকদল কুলাউড়া উপজেলা শাখার সভাপতি সুয়েব আহমদ, সাংগঠনিক সম্পাদক সালামত খান প্রমুখ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের উপর সকল মিথ্যা মামলা থেকে মুক্ত করার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম কে তরান্নিত করার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার আহ্বান জানান।
মন্তব্য করুন