নিম্নমানের কাজের ছবি তুলায় ইমামকে মারধর, এলাকায় ক্ষোভ

July 6, 2024,

স্টাফ রিপোর্টার॥ রাজনগরে মাওলানা ছাদিকুর রহমান নামে ইমামকে মারধরের ঘটনা ঘটেছে। একটি পিচ রাস্তার নিম্নমানের কাজের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধমে দেয়ায় তাকে এ মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় ওই ইমামকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনগর থানার ওসি আব্দুস সালেক হাসপাতালে দেখতে গিয়েছেন। এ ব্যপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। আহত মাওলানা ছাদিকুর রহমান মধ্য করিমপুর জামে মসজিদের ইমাম।

বৃহস্পতিবার ৪ জুলাই সকালে রাজনগর উপজেলার করিমপুরে এ ঘটনাটি ঘটে। স্থানীয় ও ইমাম ছাদিকুর রহমান জানান, রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক থেকে করিমপুর গ্রামের মধ্য দিয়ে পূর্ব দিকে গ্রামের সড়ক গিয়েছে। ওই রাস্তায় সম্প্রতি পাকা করণের কাজ শুরু হয়েছে। কাজের ঠিকাদার কমলগঞ্জ উপজেলার সরওয়ার জাহান। শুরু থেকেই ওই সড়কে নিম্নমানের কাজের প্রচুর অভিযোগ উঠে। মধ্য করিমপুর জামে মসজিদের ইমাম মাওলানা ছাদিকুর রহমান ওই সড়কের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেন। এতে ঠিকাদার ক্ষিপ্ত হন। ইমামকে ঠিকাদার সরওয়ার জাহান করিমপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে সন্ত্রসী রুবেল আহমদ রুহেলকে ভাড়া করে। বৃহস্পতিবার ইমাম সাদিকুর রহমান ফোনে কথা বলছিলেন। এসময় রুবেল তাকে দেশিয় অস্ত্রদিয়ে উপর্যুপুরি আঘাত করে গুরুতর আহত করে। স্থাণীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করেন।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজনগর থানার ওসি আব্দুস সালেক আহত ইমাম ছাদিকুর রহমানকে দেখতে হাসপাতালে যান এবং রুবেলকে দ্রত গ্রেপ্তারের আশ্বাস দেন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন।

এবিষয়ে জানতে ঠিকাদার সরওয়ার জাহানের মোবাইল ফোনে এ প্রতিনিধি কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বলেন, ইমাম সাহেবকে হাসপাতালে গিয়ে দেখেছি। অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তারের জন্য পুলিশ পাঠিয়েছি। সে এলাকা থেকে পালিয়ে গেছে। ইমাম সাহেব এখনো অভিযোগ দেননি। অভিযোগ দিলে প্রয়োজণীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com