নিরবিচ্ছিন্ন পিএসসি পরীক্ষা নিশ্চিত করতে শ্রীমঙ্গল কালাপুর ইউপি চেয়ারম্যানের ব্যাতিক্রমী উদ্যোগ

November 23, 2016,

বিকুল চক্রবর্তী॥ নিরবিচ্ছিন্ন পিএসসি পরীক্ষা নিশ্চিত করতে শ্রীমঙ্গল কালাপুর ইউপি চেয়ারম্যান ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন। চলমান পিএসসি পরীক্ষায় জেলার শ্রীমঙ্গল উপজেলার ভৈরব গঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি ঢাকা-মৌলভীবাজার মহাসড়কের পাশে হওয়াতে পিএসসি পরীক্ষার্থীরা অনেকটা ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসেন। এ বস্থায় সকালে ও পরীক্ষার পর কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল নিজে রাস্তায় দাড়িয়ে সেন্টারের সামনে গতি নিয়ন্ত্রন করেন। পরীক্ষা কেন্দ্রে গিয়ে কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি দূরের ছাত্রছাত্রীদের  আসা যাওয়ার খোঁজ নেন।
এ ব্যাপারে চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল জানান, তার কালাপুর ইউনিয়নে ২১ টি বিদ্যালয়ে মোট ৭২৪ জন ছাত্র পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে বেশ কিছু জায়গা রয়েছে দূর্গত। বিশেষ করে হাওর, পাহার ও চা বাগান এলাকা। এ সব এলাকা থেকে কোন ছাত্রের পরীক্ষা কেন্দ্র যেন আসতে সমস্যা না হয় তাই তিনি এ  বিশেষ নজর দিচ্ছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com