নিরাপদ সড়ক দিবসে মৌলভীবাজারে র্যালি ও সমাবেশ
স্টাফ রিপোর্টার : ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার এই স্লোগান ধারণ করে মৌলভীবাজারে র্যালি ও সমাবেশ করেছে নিরাপদ সড়ক চাই মৌলভীবাজার জেলা শাখা।
মঙ্গলবার ২২ অক্টোবর সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে র্যালি শুরু হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত পথ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এর আগে র্যালি উদ্বোধনের সময় নিসচা মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব ব্যাংকার চৌধুরী মোহাম্মদ মেরাজের সঞ্চালনায় ও আহ্বায়ক রোটারিয়ান সাহাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমদ, বিআরটিএ সহকারী পরিচালক হাবিবুর রহমান, সদর ট্রাফিক সার্জেন্ট সাজিদ আহমদ,সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাওলানা মকবুল হোসাইন খান,সদস্য সৈয়দ সিরাজুল ইসলাম,আয়েশা শাহনাজ রিনী,কামরুল হাসান,বজলুল হুদা শাপলু,মামুনুর রহমানসহ অন্যান্য সদস্যরা।
এসময় বক্তারা নিরাপদে সড়কে চলাচলে ট্রাফিক আইন মেনে চলাসহ সড়ক দূর্ঘটনা রোধে নানা সর্তকতা ও সচেতনা মূলক বক্তব্য রাখেন।
মন্তব্য করুন