(ভিডিওসহ) নিরাপদ সড়কের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

August 2, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সরকারী কলেজ গেইটের সামনের সড়কে নিরাপদ সড়ক ও আদিবাসী শিশু হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বৃহস্পতিবার দূপুরে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। তাদের প্রতিপাদ্য বিষয় ছিল ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না’।
মৌলভীবাজার সরকারী কলেজ সংসদের সভাপতি তপন দেবনাথ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক-রাজন দেব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি প্রশান্ত দেব নাথ, সহ-সভাপতি রনি পাল, জেলা সংসদের দপ্তর সম্পাদক সুমন কান্তি দাস, কলেজ সংসদের

প্রকাশনা সম্পাদক ফাহিন চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ তাবিদ আহমদ প্রতীক,, কলেজ সংসদের সদস্য পূজা দেব নাথ, প্রান্তিয়া দেব নাথ, সাধারণ শিক্ষার্থী হৃদয় কৈরী, ইমদাদুল হক সুলতান, আব্দুল ওয়াহিদ, জাকারিয়া আহমদ প্রমুখ। সমাবেশে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অভিলম্বে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে ব্যবস্থা করতে হবে। এছাড়াও খাগড়াছড়ির দীঘিনালায় আদিবাসী শিশু পুর্ণা ত্রিপুরাকে ধর্ষণ পরবর্তীতে নির্মমভাবে খুনের তীব্র নিন্দা জানিয়ে দোষিদের শাস্তির আওতায় আনার দাবি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com