নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রির অভিযোগে গ্যান্ড সুলতান ও স্প্রিং কর্ণারকে জরিমানা

August 30, 2017,

এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গল উপজেলায় মঙ্গলবার ২৯ আগস্ট ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্ফকে ১০ হাজার টাকা ও মৌলভীবাজার সদর উপজেলার কোর্ট রোডস্থ স্প্রিং কর্ণারকে ১ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।
বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিনের নেতৃত্বে এ জরিমানা কার্যকর হয়।
এ সময় ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হারে ২ হাজার ৫ শ’ টাকা ও মৌলভীবাজার সদর উপজেলায় অবস্থিত স্প্রিং কর্ণারকে লিখিত অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হারে ২শত ৫০ টাকা প্রদান করা হয়।
প্রসঙ্গত, উক্ত প্রতিষ্ঠানদ্বয়ের বিরুদ্ধে নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রির অভিযোগ ছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com