নিষেধাজ্ঞা প্রত্যাহার : মৌলভীবাজারে জাতীয় যুব সংহতির সম্মেলন সম্পন্ন
হোসাইন আহমদ॥ প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে মৌলভীবাজারে জেলা জাতীয় যুব সংহতির সম্মেলন সম্পন্ন হয়েছে।
মৌলভীবাজার জেলা জাতীয় যুব সংহতির সম্মেলনকে কেন্দ্র করে কিছু নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে কুলাউড়া উপজেলা কমিটির আহ্বায়ক শেখ আশরাফ উদ্দিন হিরুর করা (পিটিশন মামলা নং ২৫৬) আবেদনের প্রেক্ষিতে অতিরিক্তি জেলা ম্যাজেস্ট্রেট মোঃ ফারুক আহমদ সম্মেলন স্থলে ও সারা জেলায় জাতীয় যুব সংহতির ব্যানারে ২৫ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টম্বর পর্যন্ত প্রোগ্রাম না করতে শনিবার রাত সাড়ে ১১টায় নিষেধাজ্ঞা জারি করেন। এর প্রেক্ষিতে জাতীয় যুব সংহতি মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক বেলায়েত আলী খাঁন জুয়েল শান্তিপূর্ণ ভাবে আইন শৃঙ্খলা মেনে সম্মেলন করার অনুমোধ চাইলে মোঃ ফারুক আহমদ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। পরে বিকাল ৪টায় পৌর জনমিলন কেন্দ্রে বেলায়েত আলী খাঁন জুয়েল এর সভাপতিত্বে ও সদস্য সচিব বদরুল হাসান জোসেফ এর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় পর্টি গরীবের বন্ধু, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের শাসন আমল ছিল এদেশের মানুষের জন্য স্বর্ণ যুগ। এ দেশের সাধারণ মানুষ জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় দেখতে চায়। এজন্য জাতীয় যুব সংহতির সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে তিনি আহ্বান করেন।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতির আহ্বায়ক আলমগীর সিকদার লোটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় যুব সংহতির সদস্য সচিব ফখরুল আহসান শাহাজাদা ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মিলন। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদ রিয়াজ, মোঃ মাহবুবুল আলম শামীম, মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ নরুল হক, এ টি এম মান্নান, তজম্মুল হোসেন চৌধুরী, এম লুৎফুল হক, মোঃ আব্দুর রকিব, মোঃ দরুদ আলী, আফজল হোসেন, আসলাম, সৈয়দ রুমেন আলী, মুহিবুর রহমান, ফারুক আহমদ, মাহমুদুর রহমান মাহমুদ প্রমুখ।
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে যুব সংহতির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন