বড়লেখায় নিসচা’র সাথে বৃটিশ কাউন্সিলর হাবিবুর রহমানের মতবিনিময়
আব্দুর রব : জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার বিভিন্ন সামাজিক, মানবিক, স্বেচ্ছাসেবী ও জনসচেতনতা মূলক কার্যক্রমের প্রতি উদ্বুদ্ধ হয়ে লন্ডনের সাউথ কেস্টেবেন ডিস্ট্রিক্ট কাউন্সিলর ও সুপ্রভাত সিলেট অনলাইন চ্যানেলের চেয়ারম্যান সমাজসেবক হাবিবুর রহমান এর আমন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার ২৩ সেপ্টেম্বর রাতে পৌর শহরের ইয়াম্মী প্যারাডাইজে নিসচা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ। প্রধান অতিথির বক্তব্য দেন লন্ডনের সাউথ কেস্টেবেন ডিস্ট্রিক্ট কাউন্সিলর হাবিবুর রহমান। প্রধান আলোচকের বক্তব্য দেন নিসচা বড়লেখা শাখার পৃষ্টপোষক প্রভাষক তারেক আহমদ।
বক্তব্য দেন পৃষ্টপোষক মোহাম্মদ হানিফ পারভেজ, শরফ উদ্দিন, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, মহিলা বিষয়ক সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য জমির উদ্দিন।
পরে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় বৃটিশ কাউন্সিলর কাউন্সিলর সমাজসেবক হাবিবুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জনস্বার্থে নিসচা’র কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে প্রধান অতিথি হাবিবুর রহমান বলেন, নিসচা সমাজ ও দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের ক্রান্তিলগ্নে সংগঠনটি বিশেষ অবদান রাখছে। আমি প্রতিনিয়ত অনলাইনের মাধ্যমে লন্ডন থেকে তাদের কার্যক্রম অবলোকন করেছি। বিশেষ করে নিঃস্বার্থভাবে তারা যে কার্যক্রম পরিচালনা করছে তা স্থানীয়দের সাথে আলপকালে প্রমাণ পেয়েছি। সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা মূলক কার্যক্রমের পাশাপাশি তারা অত্যন্ত নিখুঁতভাবে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে মানবিক সহায়তা প্রদান করছে।
মন্তব্য করুন