নৌকা বাইচ প্রতিযোগিতা বড়লেখার সোনাই নদীতে দুই বাইচ দলের সংঘর্ষে আহত ১৬
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার সোনাই নদীতে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় দুই বাইচদলের সংঘর্ষে উভয় পক্ষের ১৬ প্রতিযোগি আহত হয়েছেন।
২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত সেমিফাইনালে কুলাউড়া উপজেলার সাদিপুর নৌকা ও বিয়ানীবাজার উপজেলার ঘুঙ্গাদিয়া বাইচ দলের মধ্যে মাঝ নদীতে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রতিযোগিরা লগি বৈঠা দিয়ে প্রতিপক্ষেও ওপর হামলা চালায়।
জানা গেছে, বিয়ানীবাজার উপজেলার লাউতা যুব সমাজের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় সিলেট ও মৌলভীবাজার জেলার ১০টি বাইচ দল অংশ গ্রহন করে। প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব শেষে প্রথম সেমিফাইনাল শুরু হয়। ঘুঙ্গাদিয়া নৌকা বাইচ দল ও সাদিপুর নৌকা বাইচ দলের মধ্যে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল দৌঁড়ের মধ্যখানে মাঝ নদীতে দুই নৌকা একত্রিত হলে বাইচরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হাতের বৈঠা দিয়ে এক পক্ষ অপর পক্ষের বাইচদের আঘাত করতে থাকে। এক পর্যায়ে ঘুঙ্গাদিয়া নৌকার বাইচদের সবাই নৌকা থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করে।
লাউতা ইউপি চেয়ারম্যান গৌছ উদ্দিন জানান, আয়োজকরা মাইকযোগে প্রচার চালিয়ে সংঘর্ষ থামাতে পারেননি। উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদেরকে বড়লেখা ও বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন