ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত (ভিডিওসহ)

August 24, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার ২৪ আগষ্ট সকালে মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলে দিনব্যাপী হার্ট ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার হার্ট ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মোশাহিদ আহমেদ চুন্নু, হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন সহ অন্যান্যরা।
চিকিৎসা প্রদান করেন, জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট ও হাসপাতালের ক্লিনিকাল এন্ড ইন্টার কনভেনশনাল কার্ডিওলজিষ্ট ডা: পার্থ প্রতিম সাহা। হার্ট ক্যাম্পে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা যেমন-ইসিজি, ডায়াবেটিস ও প্রেসার চেকআপ ঔষধ সরবরাহ ও জটিল রোগীদের উন্নত চিকিৎসার পরামর্শ দেয়া হচ্ছে।
স্থানীয় লাইফ লাইন ডায়গনস্টিক ও কার্ডিয়াক হসপিটালের সহযোগীতায় দিনব্যাপী ফ্রি হার্ট ক্যাম্পে প্রায় ২ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়।
মৌলভীবাজার হার্ট ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মোশাহিদ আহমেদ চুন্নু বলেন, ২০২২ সালের ২৩ এপ্রিল মৌলভীবাজার শহরতলীর ঘড়ুয়া এলাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রাথমিক ভাবে ৪ বিঘা জমির উপর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন স্থাপন করা হবে। সরকারি হিসেবে প্রায় ৩ কোটি ২২ লক্ষ টাকা মূল্যের ৪ বিঘা জমি দান করেন মৌলভীবাজার সদর উপজেলার ঘড়ুয়া এলাকায় কানাডা প্রবাসী ডাঃ সুধেন্দু বিকাশ দাশ। জমি রেজিষ্ট্রি করতে ব্যয় হয়েছে প্রায় ১৭ লক্ষ টাকা।
বর্তমানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজার বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা মূলক কর্মকান্ড করেছে। এরই ধারাবাহিকতায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন দিনব্যাপী হৃদরোগে আক্রান্ত রোগীদের স্বাস্ব্যসেবা, ডায়াবেটিস ও প্রেসার চেকআপ এছাড়াও ইসিজি এবং বিশেষজ্ঞ ডাক্তারের কাছে রেফার করাসহ হৃদরোগে আক্রান্ত রোগীদের স্বাস্ব্যসেবায় কাজ করেছে। আমরা ভবিষ্যতে এ সেবা উপজেলা পর্যায়েও চালু করবো। হার্ট ফাউন্ডেশনের স্থায়ী ভূমিতে আগামীতে হৃদরোগীরে পূর্নাঙ্গ সেবা দেয়ার চেষ্টা করছি। তিনি এ বিষয়ে সকলের সহযোগীতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com