পতাকা বিক্রির লাভের টাকায় তাদের সংসার চলে

December 15, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বিজয় দিবসকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলসহ বিভিন্ন উপজেলা এমনকি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলে চলছে জাতীয় পতাকা কেনা-বেচার ধুম। শ্রীমঙ্গল পৌর সদরে পতাকা বিক্রি করতে আসা মুন্সিগঞ্জের নূর মহাম্মদ (৫০) জানান, ছোট-বড় অনেকেই বিজয় দিবসকে সামনে রেখে আগ্রহের সঙ্গে পতাকা কিনছে। তিনি পতাকা বিক্রি করে আনন্দ পান। কারণ এটি দেশের গর্ব। এই লাল সবুজ পতাকার জন্যই ১৯৭১ সালে ৩০ লাখ শহীদ হয়েছেন, দুই লাখ মা-বোন তাদের সম্ভ্রম হারিয়েছে। নূর মহাম্মদ আরো জানান, ১০ টাকা থেকে শুরু করে দুইশ টাকা পর্যন্ত দামের পতাকা রয়েছে তার কাছে। প্রতিদিন গড়ে দেড় থেকে দুই হাজার টাকার জাতীয় পতাকা বিক্রি করেন তিনি। এতে তার চার থেকে পাঁচশ টাকা লাভ হয়। তার মতোর মাদারীপুর থেকে আগত সুমন ও হৃদয়সহ আরো অনেকের সাথে আলাপ করলে তারাও জানান এই মাসে সারা দেশের খুব বেশী পতাকা বিক্রি হয় এবং তাদের লাভ বেশী হয়। একই পহেলা ডিসেম্বর থেকে পতাকা বিক্রি শুরু করেছেন। মার্চ মাসব্যাপী এই সব পতাকা বিক্রি হবে। পতাকা বিক্রির লাভের ওই টাকা দিয়েই চলে তাদের সংসার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com