পত্রিকায় সংবাদ প্রকাশের জের বড়লেখায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দুর্নীতির অভিযোগের তদন্ত
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার সাবেক ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের তদন্ত অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবরে প্রেরিত অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালকের নির্দেশে উপ-পরিচালক তাহমিনা বেগম সোমবার বিকেলে উপজেলা শিক্ষা অফিসে এ অভিযোগ তদন্ত সম্পন্ন করেন।
১২ এপ্রিল একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত একটি সংবাদ ছাপা হয়।
জানা গেছে, উপজেলার পূর্ব মোহাম্মদনগরবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও কমিটি নিয়ে আদালতে বিচারাধীন একাধিক মামলা থাকা স্বত্ত্বেও উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার ভুয়া কাগজপত্রে অনেক তথ্য গোপন রেখে স্কুল জাতীয়করণ ও ৪ শিক্ষককে সরকারী গেজেটভুক্ত করেন। পরবর্তীতে আদালতের রায় অগ্রাহ্য করে শিক্ষকদের নিয়মিত বেতন ভাতা প্রদান করেন। এমনকি কয়েক বছরের বকেয়া বেতন প্রদানের পায়তারা চালান।
এব্যাপারে তদন্তপুর্বক ব্যবস্থা নিতে এ স্কুলের ভুমিদাতা আব্দুল জব্বার বদই গত ১৪ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবরে তৎকালিন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকারের (বর্তমানে সহকারী শিক্ষা কর্মকর্তা) বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন জানান, দুর্নীতি দমন কমিশনে অরবিন্দ কর্মকারের বিরুদ্ধে একটি অনিয়মের অভিযোগ যায়। দুদক চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালককে বিষয়টি তদন্ত করতে বলায় তার নির্দেশে উপ-পরিচলক তাহমিনা বেগম অভিযোগ তদন্ত করেছেন।
মন্তব্য করুন