‘পথিকের রঙিলা দিন’ গ্রন্থের মোড়ক উন্মোচন পেশাগত দক্ষতা অর্জনে সাহিত্য চর্চার বিকল্প নেই- জেলা ও দায়রা জজ

November 17, 2016,

হোসাইন আহমদ॥  মৌলভীবাজার জেলা ও দায়রা জজ মো. সফিকুল ইসলাম বলেছেন, যে কোন পেশায় দক্ষতা অর্জন করতে হলে সাহিত্য ও সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করতে হবে। সাহিত্য ও জীবনমুখি চর্চা পেশাগত দক্ষতা অর্জনের সহায়ক। ‘পথিকের রঙিলা দিন’ এর লেখক অ্যাডভোকেট শওকতুল ইসলাম চৌধুরীর গ্রন্থটি শুধু আত্মজীবনীমুলক নয়, এ গ্রন্থে তিনি মুক্তিযুদ্ধসহ গ্রামীণ ইতিহাস-ঐতিহ্য অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। তিনি লেখকের সাহিত্য চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
জেলা আইনজীবি সমিতির উদ্যোগে বুধবার রাতে বড়লেখার সাবেক ব্যাংক কর্মকর্তা অ্যাডভোকেট শওকতুল ইসলাম চৌধুরী রচিত আত্মজীবনীমুলক গ্রন্থ ‘পথিকের রঙিলা দিন’ পুস্তকের মোড়ক উন্মোচন সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ এসব কথা বলেন।
১৬ বধুবার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থের লেখক অ্যাডভোকেট শওকতুল ইসলাম চৌধুরী ও প্রকাশক অধ্যাপক নিয়াজ উদ্দীন।

untitled-3-1জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও এপিপি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের পরিচালনায় মোড়ক উন্মোচন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরেল আহমদ চৌধুরী, সিনিয়র আইনজীবী মুজিবুর রহমান মুজিব, সৈয়দ আনোয়ার মাহমুদ, শান্তিপদ ঘোষ, সমর কান্তি দাস চৌধুরী, বিশ্বজিৎ ঘোষ, রমাকান্ত দাশগুপ্ত, মামুুনুর রশীদ,আবু তাহের ।
অনুষ্টানে আইনজীবি, সাংবাদিক, ব্যাংকার, সরকারি কর্মকর্তা, শিক্ষকসহ বিভিন্ন পেশার লোক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com