(ভিডিওসহ) পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বানভাসির সাথে আনন্দ ভাগাভাগি করতে মৌলভীবাজার জেলা প্রশাসন

June 25, 2022,

স্টাফ রিপোর্টার॥ স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে বানভাসি পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি যোগ দেয় মৌলভীবাজার জেলা প্রশাসন।
২৫ জুন শনিবার মৌলভীবাজার জেলা প্রশাসনে উদ্যোগে জেলার পাঁচটি উপজেলা মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ী ও বড়লেখায় ৫০০ করে মোট ২৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), তানিয়া সুলতানা সদর উপজেলার খলিলপুর ইউনিয়নে এবং বাকি উপজেলাগুলোতে অতিরিক্ত জেলা প্রশাসকগণ বানভাসি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করে আনন্দ ভাগাভাগি করে নেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রতিটি উপহার প্যাকেটে ছিলো চাল ১০ কেজি, আলু ২ কেজি, ডাল ১ কেজি, বিস্কুট, মোমবাতি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন।
এ সময় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, পদ্মা সেতু নির্মাণের ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মবিশ্বাস, দৃঢ়প্রতিজ্ঞা ও উচ্চাকাঙ্ক্ষার একটি অসাধারণ স্মারক। আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্রকে ছাপিয়ে স্বাধীনতা পরবর্তী দেশের সর্বোচ্চ অর্জন পদ্মা সেতুর উদ্বোধনের এই মুহূর্তে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
বাংলাদেশের ১৬ কোটি মানুষ এই আনন্দের ভাগীদার। আর তাই মৌলভীবাজার জেলার বানভাসি মানুষদের সাথে এই আনন্দ ভাগাভাগি করছে জেলা প্রশাসন। বানভাসি মানুষদের পাশে থেকে সর্বোচ্চ সহমর্মিতা প্রকাশের মাধ্যমেই সমগ্র বাঙালি জাতির এই আনন্দ আমরা ভাগাভাগি করে নেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com