পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে শ্রীমঙ্গলে সাবেক মেয়র মধু মিয়ার বিনা লাভের বাজার উদ্বোধন

February 20, 2025,

স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধু বিনা লাভের আরো একটি বাজার উদ্বোধন করেছেন।

১৯ ফেব্রুয়ারি শ্রীমঙ্গল গদার বাজারে এ বিনা লাভের বাজার প্রতিষ্ঠা করে নিজেই উদ্বোধন করেন মহসিন মিয়া মধু। এ সময়  উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মো. ইয়াকুব আলী, মো. আতিকুর রহমান জরিপ, খন্দকার আবুল মঈন গোফরান তারেক,  কাজী এমদাদুল হক, মো. সেলিম মিয়া, মোবারক হোসেন, যুবদল নেতা কাজী আব্দুল গফুর, ইসমাইল হোসেন, আব্দুর রহমান খান পাশা, গোলাম হোসেন ভূট্টো, পরিবহন শ্রমিক নেতা ময়না মিয়া, মিছির আলী, ও দুলাল মিয়াসহ বিএনপি এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মহসিন মিয়া মধু বলেন, পবিত্র মাহে রমজান সন্নিকটে। এই সময়ে দ্রব্য মুল্য যাতে মানুষের নাগালে থাকে তাই বাজার থেকে পাইকারী মুল্যে নিত্যপন্য ক্রয় করে একই দরে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করা হচ্ছে। এতে সাধারণ মানুষের কিছুটা হলেও উপকার হবে।

তিনি বলেন, এর জন্য তার দুটি বিনা লাভের বাজোরে  ১০/১৫ জন লোক কাজ করছে। তাদের বেতন তিনি দিয়ে যাচ্ছেন। এ ছাড়াও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির বিভিন্ন পরযায়ের নেতাকর্মীরাও সেচ্ছাশ্রমে কাজ করছেন। তিনি নিজেও দীর্ঘ সময় দেন।

মহসিন মিয়া ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, যে কোনো পণ্যের প্যাকেটে লেখা নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নেওয়া যাবে না। বিক্রয় রশিদ ছাড়া পণ্য বিক্রি করলে প্রশাসনের সহযোগিতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, এ বাজারে বিনা লাভে চাল, ডাল, আলু, ডিম,সয়াবিন তেল, ছোলা, মসুর ডাল, খেসারী ডাল, মুগ ডাল, খেজুর, রুআপজা, চিনি, লবণ, পেঁয়াজ, রসুন, সেমাই, আটা-ময়দা, বিস্কুট, চা পাতা, পাউডার ড্রিংকস, সেমাই, নারিকেল,সবজিসহ বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বাজারের চেয়ে কিছুটা সাশ্রয়ী মুল্যে বিক্রি করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com