পবিত্র মাহে রমজান শুরু হয়েছে : প্রথম দিনেই মৌলভীবাজারে জমে উঠেছে ইফতার বাজার

June 7, 2016,

স্টাফ রিপোর্টার॥ আত্মশুদ্ধির মাস হিসেবে পরিচিত পবিত্র মাহে রমজান মঙ্গলবার থেকে শুরু হয়েছে। সোমবার রাতে তারাবির নামাজ আদায় ও শেষ রাতে সাহরী খাওয়ার মধ্যদিয়ে মুসলমানরা রমজান মাসের আনুষ্ঠানিকতা শুরু করেন। এর মাঝে মসজিদগুলোতে তারাবিহর নামাজে ছিল উপচে পড়া ভিড়।

Sequence-11_5
রমজানের প্রথম দিনে মৌলভীবাজার শহরে ইফতার বাজার জমে উঠেছে। ৭ জুন মঙ্গলবার দুপুরের পর থেকে শহরের প্রতিটি সুনামধন্য হোটেল রেস্তোরাঁর পাশাপাশি অস্থায়ীভাবে গড়ে ওঠা ইফতার সামগ্রী বিক্রির দোকানগুলোয় ক্রেতারা ভীর করেন। বিকেল ৪টার মধ্যে অনেক ইফতারের দোকানে কেনাকাঠা শেষ হয়ে যায়। তবে এসব নামীদামী হোটেল রেস্তোরাঁর পাশাপাশি অসংখ্য ইফতারির অস্থায়ী দোকানেও কেনাকাঠা হচ্ছে।
ইফতারের মধ্যে রয়েছে পেঁয়াজু, ছোলা, হালিম, জিলেপী, বিরানী, খেজুর, মুড়ি, বেগুনী, পায়েছ, রোস্ট, কাবাব, মৌসুমি ফল সহ নানা ধরনের খাবার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com