পরিবহন ধর্মঘটে অচল মৌলভীবাজার (ভিডিও সহ)
ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি কতৃক পরিবহন শ্রমিকদের উপর হামলার বিচার, গাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুরের ক্ষতি পূরণের দাবীতে মৌলভীবাজার জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।
শনিবার ৭ জানুয়ারি সকাল ৬ টা থেকে মৌলভীবাজার জেলার সাত উপজেলা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিক ইউনিয়ন। ধর্মঘটের কারনে অচল হয়ে পড়েছে পুরো জেলা। রাস্তায় চলাচল করছে না দূর পাল্লার কোন ভারি যানবাহন ও গণ পরিবহন। অনির্দিষ্টকালের এই পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগন। স্কুল, কলেজগামী শিক্ষার্থী ও চাকুরীজীবীরা সময়মতো প্রতিষ্ঠানে যেতে পারেননি। জেলার সবকটি গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে পরিবহণ শ্রমিকরা পিকেটিং করছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো: শাহ জালাল বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন