পরিবার পরিকল্পনা উপলক্ষে এ্যাডভোকেসি অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা প্রদ্ধতি গ্রহন,নিশ্চিত করে সুস্থ সুন্দর পারিবারিক বন্ধন,এই প্রতিবাদ্য নিয়ে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে এবং মায়ের হাসি-২ এনজিও এনজেন্ডার হেল্থ বাংলাদেশ এর সহযোগিতায় পরিবার পরিকল্পনা, মা-শিশু-গর্ভকালীন স্বাস্থসেবায় স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রদ্ধতি জোরদার করণ এর লক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
২৮ জুন মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান এর সভাপতিত্বে এবং সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান এর উপস্থাপনায় এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে সিলেট বিভাগীয় পরিচালক (যুগ্ন-সচিব) কুতুব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান শিকদার, সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী,ডাঃ অমর গুল আজাদ (এফ,পিসিএসপি) সিলেট অঞ্চল । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এ,কে,এম,আব্দুস সোবহান। মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল বক্তব্য উপস্থাপন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ও প্রেগ্রাম ম্যানেজার মাহমুদুর রহমান।
মুক্ত আলোচনা বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান লিলি আক্তার, রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুন নাহার পান্না, ইসলামী ফাউন্ডেশন মৌলভীবাজারের উপ-পরিচালক সিরাজুল ইসলাম, ২৫০ শয্যা হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাঃ মমতাজ আরা রোজি, ডাঃ হাদী হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী প্রমুখ।
এ্যাডভোকেসি সভায় জেলার সরকারী কর্মকর্তা,জন প্রতিনিধি শিক্ষাবিদ, চিকিৎসকগন সাংবাদিক, ও এনজিও প্রতিনিধিগন অংশ গ্রহন করেন।
মন্তব্য করুন